খাঁ খাঁ শূন্যতা চারিদিকে, জলের জন্য হাহাকার! কাদায় ডুবে মরতে বসেছে একপাল জলহস্তী...
জল শুকিয়ে গিয়েছে, একটা পুকুরে শুধু কাদা, আর সেই কাদায় আটকা পড়েছে এক পাল জলহস্তী।
মর্মান্তিক এই দৃশ্য দক্ষিণ আফ্রিকার বতসোয়ানার। এল নিনোর দাপটে ত্রাহি ত্রাহি রব সারা বিশ্বে। বতসোয়ানাও তার বাইরে নয়।
জলহস্তীর পালটি সম্ভবত মারাই যাবে। যা নিয়ে ঘোর উদ্বিগ্ন পরিবেশবাদীরা।
এমনিতেই বতসোয়ানা খরা-কবলিত হয়ে আছে। ভয়ানক পরিস্তিতি সেখানে।
কাদায় ডোবা এই জলহস্তীদল সেই পরিস্থিতিটাই যেন আর একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
থামালাকানে নদী শুকিয়ে গিয়েছে। তখন জলহস্তীর দল বাধ্য হয়ে জলের খোঁজে ট্যুরিস্ট টাউন ম্যনের নিকটস্থ ওয়েটল্যান্ডের দিকে আসছিল। উত্তর বতসোয়ানার ওকাভাঙ্গো বদ্বীপ-সংলগ্ন এক বিস্তীর্ণ জলাভূমি রয়েছে।