ভারতের কোন অংশ থেকে কবে দেখা যাবে এ বছরের শেষ সূর্যগ্রহণ? জেনে নিন
২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে সৌদি আরব, সুমাত্রা, বোর্নিও এবং ভারত থেকে।
আগামী ২৬ ডিসেম্বর দেখা যাবে এই সূর্যগ্রহণ।
জানা গিয়েছে, এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস নয়, এটি বলয়াকার সূর্যগ্রহণ।
এই বলয়াকার সূর্যগ্রহণকে ‘আগুনের বলয়’ বা ring of fire ও বলা হয়।
কেরালার চেরুভাথুর থেকে এই সূর্যগ্রহণ সবচেয়ে ভাল ভাবে দেখা যাবে। তবে ভারতের অন্যান্য অংশ থেকেও এই গ্রহণ দেখা যাবে।