কী কী শর্তে রথযাত্রায় অনুমতি? দেখে নিন এক নজরে
রাজ্য সরকারের আপত্তি অগ্রাহ্য করে রথযাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে একইসঙ্গে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।
বিজেপির আইনজীবী যুক্তি দেন, কোন আইনে রথযাত্রার অনুমতি বাতিল করা হল তার কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দেয়নি পুলিস- প্রশাসন।
এদিন বিচারপতি আরও বলেন, " শুধুমাত্র কোচবিহারের ঘটনা দেখে রথযাত্রা বন্ধ করা যায় না।"
কোনও এলাকায় রথযাত্রার ১২ ঘণ্টা আগে জানাতে হবে স্থানীয় প্রশাসনকে।
যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সে ব্যাপারে নজর রাখতে হবে উদ্যোক্তাদের।
রথযাত্রায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে।
কোনও ক্ষয়ক্ষতি হলে তার দায় বিজেপিকে নিতে হবে।
আইন শৃঙ্খলা বজায় পর্যাপ্ত পুলিস কর্মী মোতায়েন করতে হবে প্রশাসনকে।