দুর্নীতির অভিযোগে শ্রীঘরে গিয়েছেন যে সব হেভিওয়েট রাজনীতিকরা
আইএনএক্স দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পি চিদাম্বরমকে গতকাল তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দেয় সিবিআইয়ের বিশেষ আদালত
২জি দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী এ রাজাও জেলে থাকেন। ২০১৭ সালে ছাড়া পান।
২জি দুর্নীতিতে অভিযুক্ত ডিএমকে নেত্রী কানিমোঝি জেলে যান ২০১১ সালে।
পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদব এই মুহূর্তে জেলে রয়েছেন।
এআইডিএমকে নেত্রী তথা প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলা ২০১৭ সালে জেলে যান। কলর টিভি দুর্নীতিতে দোষী সাব্যস্ত তিনি।
কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা সরকারি জমি কেলেঙ্কারি অভিযোগে ২০১১ সালে জেলে গিয়েছিলেন