পথশিশুদের চোখে `রুপোলি শস্যের স্বপ্ন` বুনে দেওয়ার অনন্য আয়োজন শহরে...
মাদার টেরিজার জন্মদিন উপলক্ষ্যে এ শহরে এই প্রথম পথশিশুদের জন্য ইলিশ উৎসব হতে চলেছে।
আগামী ২৬ অগস্ট, শনিবার কলেজ স্কোয়ারে বেলা ১২টায় শুরু হবে এই উৎসব।
এই আয়োজনের প্রচারপত্রে খুব সুন্দর করে লেখা হয়েছে-- 'সক্কলে মিলেমিশে একসাথে ইলিশে'।
লেখা হয়েছে 'আসুন সবাই মিলে ছোট্ট শিশুদের চোখে বুনে দিই রুপোলি স্বপ্ন'। 'রুপোলি স্বপ্ন'ই বটে। ইলিশকে তো বলাই হয় জলের রুপোলি শস্য।
এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজক 'কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোশিয়েশন'।
এখন দেখার অনন্য এই আয়োজন কতটা সফল হয়, পথশিশুদের মুখের হাসি কতটা চওড়া হয়, কতটা আনন্দ তারা পায়!