ধর্ম অবমাননার ছুতোয় বাংলাদেশের কুমিল্লায় হিন্দুদের বাড়িঘরে আগুন
নিজস্ব প্রতিবেদন: সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট। আর তার জেরেই আরও একবার হামলার শিকার বাংলাদেশের কুমিল্লায় হিন্দু সম্প্রদায়। জ্বালিয়ে দেওয়া হল ১০টির বেশি হিন্দুদের ঘর-বাড়ি।
জানা গিয়েছে, গত ৩১ অক্টোবর ফেসবুকে মহম্মদের ব্যঙ্গচিত্র নিয়ে ফরাসী প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছিলেন শঙ্কর দেবনাথ ও অনীক ভৌমিক। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিস।
তবে তাঁদের গ্রেফতারির পরও অশান্তি থামেনি। ইসলাম অবমাননার অভিযোগে ওই দুজনের পাশাপাশি হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দিল উন্মত্ত জনতা। লাগিয়ে দেওয়া হয় আগুন। ১০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে হিংসার ঘটনা বাংলাদেশে নতুন নয়। দিন কয়েক আগে লালমনিরহাটে এক ব্যক্তিকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। ২০১৬ সালে কুমিল্লার নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা চালানো হয়েছিল।
বাংলাদেশ সরকারের দাবি, কোন কোন গোষ্ঠী হিংসা ছড়িয়ে অস্থিরতা তৈরি করতে চাইছে। সে কারণে রটানো হচ্ছে গুজব। উস্কানিদাতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।