Valentine`s Day: প্রেমিকাকে ফুল দেওয়ার আগে জেনে নিন কেন `প্রেম দিবস`-এর নাম ভ্যালেন্টাইন্স ডে...

Wed, 14 Feb 2024-10:58 am,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ ভ্যালেন্টাইন্স ডে, তবে জানেন যে এই দিন কেন পালন করা হয়, বা কবে থেকে শুরু হয়েছিল এই দিনের উদযাপন। 

ভ্যালেন্টাইন্স ডে এর উৎপত্তি হয়েছিল লুপারক্যালিয়ার রোমান উত্সব থেকে, যা ফেব্রুয়ারির মাঝামাঝি অনুষ্ঠিত হয়েছিল। এটি বসন্তের সূচনার সময় পালিত হয়েছিল। 

মহিলাদের লটারির মাধ্যমে পুরুষদের সাথে যুক্ত করা হয়েছিল। পোপ গেলাসিয়াস প্রথম এই উৎসবটিকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে দিয়ে প্রতিস্থাপন করেছিলেন।

তারপর থেকে, প্রতিবছরই এই দিনটি প্রেমিক প্রেমিকারা একসঙ্গে কাটান। কোথাও ঘুরতে যাওয়া বা একসঙ্গে সময় কাটানোর থেকে ভালো কিছু নেই এই দিন উদযাপন করার জন্য।

তবে বহু প্রেমিক-প্রেমিকাই একে ওপরের থেকে দুরে থাকে। তাঁদের জন্য এই দিন উদযাপন করা একটু কঠিন হলেও, প্রযুক্তির সুবিদার্থে এখন দুরে থেকেও এই দিন উদযাপন করা হয়েছে অনেক সহজ।

প্রিয় মানুষকে উপহার দেওয়া, অল্প হলেও তাঁর সঙ্গে সময় কাটান এই দিন। বিবাহিত দম্পতিরাও নিজেদের সঙ্গীর সঙ্গে কাটান এই দিন। চলতি বছরে একই দিনে পড়েছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-ও, অর্থাৎ সরস্বতী পুজো।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link