HMPV Cases: HMPV রুখতে ফের লকডাউন! ‘চিনা’ ভাইরাস সম্পর্কে কেন্দ্র জানাল...

Tue, 07 Jan 2025-10:07 am,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবারই ভারতে মিলেছে এইচএমপিভি- হদিশ। তারপর থেকেই জনমানসে আতঙ্ক ছড়িয়ে। এই ভাইরাসে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরা। 

এরই মধ্যে কেন্দ্র জানিয়েছে, চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনও যোগ নেই।দেশের শীর্ষস্থানীয় মেডিক্যাল প্রতিষ্ঠান আইসিএমআরও মুখ খুলেছে।

২০০১ সালে প্রথম এই ভাইরাসকে শনাক্ত করা হয়। ফলে এটা নতুন কোনও ভাইরাস নয়। হিউম্যান মেটাপনিউমোভাইরাস নেদারল্যান্ডে প্রথম আবিষ্কৃত হয়। এটি নিউমোভিরিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি আরএনএ ভাইরাস, যা মূলত শ্বাস-প্রশ্বাসের ফোঁটা এবং দূষিত পৃষ্ঠের সংস্পর্শে ছড়ায়।

আইসিএমআর জানিয়েছে, ICMR এবং ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রাম (IDSP) নেটওয়ার্কের বর্তমান ডেটার উপর ভিত্তি করে, দেশে ইনফ্লুয়েঞ্জা-লাইক ইলনেস (ILI) বা গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতা (SARI) ক্ষেত্রে কোনও অস্বাভাবিক বৃদ্ধি ঘটেনি বলে দেখা গিয়েছে।

সোমবার ভারতে পাঁচ শিশুর এইচএমপিভি সংক্রমণের খবর পাওয়া যায়। তারপরই মোট আটটি কেস ধরা পড়ে। 

দেশবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, যে কোনও বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। প্যানিক করার কারণ নেই। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রকও। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link