HMPV | Union Health Ministry: চিনে দৌরাত্ম্য করা নতুন ভয়ংকর ভাইরাস নিয়ে এবার ভাবতে বসল ভারতও! কেন হঠাৎ?

Soumitra Sen Sun, 05 Jan 2025-2:19 pm,

চিনে হিউম্যান মেটানিউমোভাইরাসের (HMPV) সংক্রমণ নিয়ে আতঙ্কের সৃষ্টি হলেও ভারতে এই ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে বলেই জানিয়ে দিল কেন্দ্রীয় পরিবার  স্বাস্থ্য মন্ত্রক। এখনও হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)-র কোনও ঘটনা ঘটেনি ভারতে!

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry on Human Metapneumovirus) তরফে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল, 'হু'-র প্রতিনিধি, দিল্লি এইমস, বিপর্যয় মোকাবিলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা। ওই বৈঠকের পরেই বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতে এর সংক্রমণের হার এখনও পর্যন্ত বৃদ্ধি পায়নি।

তবে ভারতে সতর্কতাগ্রহণ কোথাও কোথাও শুরুও হয়ে গিয়েছে। শনিবারই সকালের দিকে জানা গিয়েছিল, 'হিউম্যান মেটানিউমো ভাইরাসে' বা এইচএমপিভি (hmpv)-র সঙ্গে লড়ার জন্য বিভিন্ন রাজ্য নিজের মতো করে ভাবতে শুরু করেছে। যেমন, কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেরালবাসীর জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। 

কেরালার স্বাস্থ্যমন্ত্রী (Kerala health minister) বয়স্ক মানুষ এবং অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ শনিবার এর পাশাপাশি আতঙ্ক না ছড়াবার কথাও বলেছেন। বলেছেন, চিনের রোগ নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। তবে, সতর্ক হতে তো দোষ নেই! সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তিনি যাঁরা কোনও শারীরিক সমস্যায় ভুগছেন তাঁদের, অন্তঃসত্ত্বা ও বয়স্ক মানুষদের মাস্ক পরতে শুরু করার পরামর্শ দিয়েছেন। বাচ্চারা অসুস্থ হলে তাদের আপাতত স্কুলে পাঠানোর দরকার নেই, বলেছেন এমন কথাও।

জানা গিয়েছে, ২০০১ সালে আবিষ্কৃত এইচএমপিভি ভাইরাস এখন নতুন করে চিনে সংক্রমণ ছড়াচ্ছে। চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই নতুন ভাইরাস সাধারণ শীতকালীন ফুসফুসের সংক্রমণের মতোই এবং তা গুরুতর উদ্বেগের কারণ নয়। সত্যিই কি তাই?

ভারতের স্বাস্থ্য মন্ত্রকের মতে, এর সংক্রমণ নিয়ে এখনই চিন্তিত হতে হবে না ভারতবাসীকে। চিনে সংক্রমণের ঘটনার উপর নজরে রাখলেও ভারতের পরিস্থিতি আপাতত উদ্বেগমুক্ত। তবে দেশবাসীকে নিরুদ্বিগ্ন থাকার পাশাপাশি সচেতন থাকতেও বলা হয়েছে। বিশেষ করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link