HMPV Virus in India: আতঙ্ক বাড়াচ্ছে HMPV, কীভাবে তৈরি থাকতে বলল কেন্দ্র!

Tue, 07 Jan 2025-7:16 pm,

দেশে অনন্ত ৭-৮ জন শিশুর শরীরে মিলেছে এইএমপিভি ভাইরাস। করোনা নিয়ে কেন্দ্র যতটা দেরিতে সতর্ক হয়েছিল এইচএমপিভি নিয়ে আর তা করতে চাইছে না কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, সব রাজ্যকে সতর্ক থাকতে হবে। এর জন্য তৈরি করতে হবে নজরদারি টিম। ভারতে ফুসফুসের সংক্রমণ তেমন বাড়েনি। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি ও ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা আইএলআই রোগে আক্রান্তদের চিহ্নিত করতে নজরদারি বাড়াতে হবে।

গতকালই এইচএমপিভি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী জে পি নাড্ডা বলেন, এইচএমপিভি নতুন কোনও ভাইরাস নয়। ২০০১ সালে এটি চিহ্নিত হওয়ার পর বারেবারেই এর সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। বাতাসের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। তবে অন্যান্য ইন্ফ্লুয়েঞ্জার মতোই এটি। এটিকে নিয়ে কোনও আতঙ্কের কারণ নেই।

 

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্য়াল রিসার্চের তরফে এক বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে এইচএমপিভির সঙ্গে শ্বাসকষ্টের যোগ রয়েছে। তবে আমাদের দেশে শ্বাসকষ্টের ঘটনা বৃদ্ধি পায়নি।

এইচএমপিভি-র পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। হু-র সঙ্গে যৌথভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। কর্নাটক এবং মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই এইচএমপিভি নিয়ে নির্দেশিকা জারি করেছে। কেরল সরকার গর্ভবতী মহিলাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে। কেন্দ্রের তরফ থেকে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছে।

মহারাষ্ট্র, দিল্লি সরকার ইতিমধ্যেই একটি নির্দেশিকা তৈরি করেছে। সেখানে বলা হয়েছে যদিও কোনও রোগীর উপসর্গ সন্দেহজনক মনে হয়, তাহলে তাকে অন্যান্য রোগীদের থেকে পৃথক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিনিকস, ব্রঙ্কোডাইলেটর, কাশির সিরাপ ইত্যাদি মজুত রাখতে বলা হয়েছে। অক্সিজেন, ভেন্টিলেটর সাপোর্ট এবং মেডিক্যাল, প্যারামেডিক্যাল কর্মীদের মধ্যে সচেতনতা তৈরির কথা বলা হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link