Holi 2023: গানে-আবীরে ভাসল সোনাঝুরি, মায়াপুরের প্রভুর নামে মাতোয়ারা ভক্তরা

Tue, 07 Mar 2023-11:19 am,

বসন্ত উত্সবের দিন বাঙালির একটি গন্তব্য হল শান্তিনিকেতন। বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উত্সবের আয়োজন না করলেও শান্তিনিকেতন দেল উত্সবে মানুষের উত্সাহের কোনও ঘাটতি নেই।

তথ্য-প্রসেনজিত্ মালাকার ও শিলাদিত্য কর

সোনাঝুরিতে মানুষজন মাতলেন দোল উত্সবে। হাজার হাজার মানুষ সোনাঝুরির বিভিন্ন প্রান্ত সকাল থেকেই আবীর খেলায় মেতে ওঠেন।  বিশ্বভারতীর আদলে সোনাঝুরিতে বসন্ত উত্সবের আয়োজন করা হয় এক নম্বর ওয়ার্ডের তরফে।

তথ্য-প্রসেনজিত্ মালাকার ও শিলাদিত্য কর

গানে নাচে মাতলেন এলাকার মানুষ থেকে বাইরে থেকে আসা মানুষজন। প্রশাসনের মতে শান্তি নিকেতনে আজ পাচ লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছে।

তথ্য-প্রসেনজিত্ মালাকার ও শিলাদিত্য কর   

গতকাল রাতেই ইসকনের গেটের বাইরে রাস্তায় শুয়ে ছিলেন ভক্তরা। সবার অপেক্ষা কখন খুলবে মন্দিরের গেট। মঙ্গলবার গেট খুলতেই হরে রাম, করে কৃষ্ণ ধ্বননিতে ভরে উঠল মন্দির চত্বর। গত ৭ ফেব্রুয়ারি থেকেই দোল উপলক্ষ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে। 

তথ্য-প্রসেনজিত্ মালাকার ও শিলাদিত্য কর

একশো দেশ থেকে ১৫ হাজার বিদেশি পুন্যার্থী এবার এসেছেন মায়াপুরে। তারা সারাদিন মেতে রয়েছেন হোলিতে। তবে রঙের দোলের প্রচালন নেই মায়াপুরে। একমাত্র ভক্তিতেই ভাসলেন ভক্তকুল।

তথ্য-প্রসেনজিত্ মালাকার ও শিলাদিত্য কর

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link