আজ জয়রামবাটিতে সাড়ম্বরে পালিত হচ্ছে সারদা দেবীর ১৬৭তম জন্মতিথি
আজ সারদা দেবীর ১৬৭তম জন্মতিথি। ১৮৫৩ খ্রীষ্টাব্দে, বাংলার ১২৬০ সালের ৮ই পৌষ বাঁকুড়া জেলার জয়রামবাটী গ্রামে কৃষ্ণাসপ্তমীর রাতে তাঁর জন্ম। তথ্য ও ছবি: কমলাক্ষ ভট্টাচার্য।
আজ সারদা দেবীর জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে তাঁর জন্মভিটে জয়রামবাটির মাতৃ মন্দিরে। তথ্য ও ছবি: কমলাক্ষ ভট্টাচার্য।
ভোর ৪টে ৩০ মিনিটে মঙ্গলারতির মধ্য দিয়ে সূচিত হয় সারদা দেবীর জন্মতিথি উদযাপন। ভোর ৪টে ৩৫ মিনিটে মাতৃমন্দিরে বেদ পাঠ ও স্তবগান করা হয়। সকাল ৭টায় সারদা মায়ের বিশেষ পূজার্চনা করা হয়। তথ্য ও ছবি: কমলাক্ষ ভট্টাচার্য।
সকাল ৭টা ৩০ মিনিটে মাতৃমন্দিরের সন্ন্যাসী, স্থানীয় গ্রামবাসী, ভক্ত ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে মাতৃমন্দির থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়। গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা শেষে শোভাযাত্রা শেষ হবে মাতৃমন্দিরেই। তথ্য ও ছবি: কমলাক্ষ ভট্টাচার্য।
আজ দিনভর মায়ের কথা পাঠ, ভক্তিগীতি, ধর্মসভা, সানাই ও বাউল গানের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি মাতৃমন্দিরে উদযাপিত হবে। তথ্য ও ছবি: কমলাক্ষ ভট্টাচার্য।
এ দিন বাঁকুড়া জেলা বা এ রাজ্য তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ভিড় জমাবেন এই মাতৃ মন্দিরে। তথ্য ও ছবি: কমলাক্ষ ভট্টাচার্য।