বাংলাদেশে সংখ্যালঘুদের কখনও হত্যা, কখনও ধর্মান্তরিত হয়েছে, রাজ্যসভায় বিস্ফোরক শাহ
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে নিপীড়িত সংখ্যালঘুদের ভারতে জায়গা দিতেই এই নাগরিকত্ব সংশোধনী বিল।
এই বিলের সঙ্গে মুসলিমদের নাগিরকত্ব নিয়ে আশঙ্কার সম্পর্ক নেই। বুধবার রাজ্যসভায় স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজ্যসভায় এ দিন নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে অমিত শাহ বলেন, পাকিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘুরা অত্যাচারিত এবং বঞ্চিত।
স্বাধীনতার পর সে সব দেশে সংখ্যালঘু জনসংখ্যার হার ২০ শতাংশ কমেছে। কেন কমছে, তার প্রশ্ন তোলেন অমিত শাহ।
শেখ মজিবুর রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার পর সংখ্যালঘুদের কিছুটা সুরাহা হলেও, তাঁর মৃত্যুর পর ভয়াবহ পরিণতি হয়েছে সংখ্যালঘুদের।
স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, সংখ্যালঘুদের কখনও হত্যা করা হয়েছে, কখনও ধর্মান্তিরত করা হয়েছে।
এ দেশে শরণ নিয়েও তাঁদের কোনও উন্নতি হয়নি। এতদিন ধরে নাগরিকের যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন তাঁরা।