Enfield-এর বাজারে কেড়ে নিতে H`Ness CB 350, জেনে নিন Honda-র নতুন বাইকের দাম
১৯৬০-৭০ এর গোল হেডলাইট রয়েছে H'Ness CB 350 বাইকে। দুটো মডেলে পাওয়া যাবে এই বাইক- DLX এবং DLX Pro। হর্ন রয়েছে দুটো। স্মার্টফোন ভয়েস কন্ট্রোল রয়েছে। ৫০০০টাকা দিয়ে আগাম বুক করা যাচ্ছে H'Ness CB 350।
নতুন নয় ধরণের অ্যাপলিকেশন থাকছে H'Ness CB 350 বাইকে। ভারতীয় বাইক প্রেমীদের লক্ষ্য করেই এই বাইক বাজারে নিয়ে এসেছে হন্ডা। ১৯ ইঞ্চির অ্যালোয় চাকা সামনে। পিছনে থাকবে ১৮ ইঞ্চির চাকা সঙ্গে টিউবলেস টায়ার। ডিস্ক ব্রেকও থাকছে এই বাইকে। ইঞ্জিনের কার্যক্ষমতা ২০.৮ বিএইচপিতে ৫,৫০০আরপিএম।
মনে করা হচ্ছে দাম হতে পারে ১.৯০ লাখের মধ্যে (এক্স- শোরুম)। তবে চূড়ান্ত দাম কত হতে পারে তা এখনও নির্ধারিত হয়নি।
ওয়াকিবহালমহল মনে করছেন, প্রতিদন্ধীতা করবে Royal Enfield Classic 350, Benelli Imperiale 400, Jawa- সঙ্গে।
হন্ডা মটর সাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া প্রকাশ্যে নিয়ে এল H'Ness CB 350। একেবারে রেট্রো স্টাইল। ৩৫০- ৫০০ সিসি তে পাওয়া যাবে বাইকটি। ইতিমধ্যে, মর্ডান ক্লাসিক সেগমেন্টে জায়গা করেছে H'Ness CB 350।