Putin’s Honeytrap: পুতিনের হানিট্র্যাপ, সুন্দরীর যৌন আবেদনে কাত ন্যাটো কর্তারা...
জানা গিয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম এই সুন্দরীর বিষয়ে কয়েক মাস ধরে টানা তদন্ত করে গিয়েছে। তদন্ত থেকে জানা গিয়েছে, ওই যুবতী নিজের নাম বলতেন মারিয়া অ্যাডেলা কুহফেল্ট রিভেরা।
দশ বছর ধরে ইতালির নেপলস শহরে বসবাস করেন। সেই সময়ে ন্যাটো এবং ইউএস সিক্সথ ফ্লিটের কর্তা ও সদস্যদের সঙ্গে বন্ধুত্ব পাতান। কখনও রোমান্টিক সম্পর্কও।
কিন্তু, তাঁর আসল নাম ছিল ওলগা কোলোবোভা। তিনি রুশ জিআরইউ সামরিক বাহিনীর এক গুপ্তচর। কোলোবোভা নিজেকে ব্যবহার করে ইরাক, কসোভো, উত্তর আফ্রিকায় ন্যাটোর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন।
কোলোবোভার কাহিনি মাতা হারির কথা মনে করিয়ে দিচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ডাচ নর্তকীকে জার্মানি গুপ্তচর হিসেবে নিয়োগ করেছিল বলে অভিযোগ করেছিল ফ্রান্স। সে যাই হোক, ঘটনা হল, মাতা হারির পিছনেও ভগ্ন হৃদয় উচ্চ-পদস্থ সামরিক কর্তাদের লাইন ছিল।
কীভাবে ন্যাটো বাহিনী ও মার্কিন সেনা কর্তাদের ঘনিষ্ঠ হয়েছিলেন কোলোবোভা? তিনি নাপোলি মন্টে নুভোর লায়ন্স ক্লাবের সদস্য ছিলেন। সামরিক বাহিনীর কর্মীদের কাছে ক্লাবটি জনপ্রিয় ছিল। প্রায়শই ন্যাটো বাহিনীর সামরিক কর্তারা ওই ক্লাবটিতে আসতেন। আর সেখানেই যৌন আবেদনের টোপ ফেলতেন রিভেরা ওরফে কোলোবোভা।
জানা গিয়েছে, কোলোবোভা নিজের পরিচয় দিতেন গয়না ব্যবসায়ী হিসেবে। সেই পরিচয় কাজে লাগিয়েই তিনি ন্যাটো কর্তাদের কাছাকাছি এসেছিলেন।