Flood: কোলের শিশুকে নিয়ে বন্যা সাঁতরে ঠিকানার খোঁজে... ছবি দেখলে চোখে জল আসতে বাধ্য!
বন্যায় ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকা। জলপ্লাবিত হুগলির আরামবাগ, খানাকুল।
ডিভিসির ছাড়া জলেই দিয়েছে বন্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বন্যা পরিদর্শনে গিয়ে অভিযোগ করেছেন, এটা 'ম্যানমেড' বন্যা।
বন্যার বলি এক। বন্যার জলে পড়ে গিয়ে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে পুরশুড়ার মাইতি পাড়া এলাকায়।
পুলিস জানিয়েছে মৃত ব্যক্তির নাম সুশান্ত মাইতি (৫০)।
স্ত্রী জানিয়েছেন, তিনি ভোরে বেরিয়েছিলেন। কিন্তু আর ফেরেননি।
বেলায় তাঁর দেহ ভাসতে দেখা যায়। তা দেখতে পান স্থানীয় এক পুলিসকর্মী।
বন্যা পরিস্থিতিতে বিপদ এড়াতে বৃহস্পতিবার রাত থেকেই কাটোয়া মহুকুমার সমস্ত ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।