Horoscope Today: বৃশ্চিকের রোমান্স, সিংহের ভ্রমণ, তুলার ফিউচার প্ল্যান; জেনে নিন আজ কেমন কাটবে আপনার দিন...

Soumitra Sen Sun, 26 Nov 2023-8:05 am,

আজ আপনার শ্রদ্ধা-সম্মান পাওয়ার দিন। ফলে মন  ভালো থাকবে। তবে শরীরের প্রতি একটু নজর দিতে হবে।

 

সব মিলিয়ে আজ দিনটি আপনার দারুণ যাবে। পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়ারও দিন আজ। এবং, সবচেয়ে বড় কথা আজ আপনার ভরপুর প্রেম দিনভর।  

 

ব্যবসায় উত্থান-পতন আছেই, সেটা আজ বিশেষ করে মনে রাখবেন। আজ জীবনে চ্যালেঞ্জ আসবে। তারও মুখোমুখি হতে হবে, প্রস্তুত হন সকাল থেকেই। 

 

বিনিয়োগের আগে একটু ভাবুন। আজ কোনও কিছুই অবহেলা করে করবেন না। যত্নশীন হন। 

সিংহের আজ মিশ্রফল। কাকে কী বলছেন সে বিষয়ে একশো শতাংশ সতর্ক থাকুন। ভ্রমণের পরিকল্পনা করুন। 

 

মন নানা জায়গায় ঘুরে বেড়াবে, তাকে কুড়িয়ে এনে একটি নির্দিষ্ট বিষয়ে বসান। বাজে খরচ এড়িয়ে যান।  

 

ভবিষ্যতের পরিকল্পনা করার দিন আজ আপনার। সব কিছুতেই ধৈর্য্য় ধরবেন, উতলা হবেন না।  

আজ আপনার জীবনে খুব নতুন কিছু ঘটবে, এমন নয়। মোটের উপর গড়পড়তাই। তবে রোমান্সের একটা অবকাশ আছে। 

খুবই সতেজ থাকুন। সাফল্য আসবেই। পারিবারিক সুখ উপভোগের সুযোগও আসবে! 

 

আজ দিনটি আপনার মোটের উপর ভালোই যাবে। তবে ঝোঁকের মাথায় কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। 

আজ পরিবারের বয়স্করা আপনার পাশে দাঁড়াবেন। তাঁদের পরামর্শ নিন। ভেবে-চিন্তে পা ফেলুন।   

ব্যবসাপত্র ভালো চলবে। খুব তাড়াহুড়ো করে কিছু করবেন না আজ।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link