Ajker Rashifal | Horoscope Today: ভালো কাজের পরিবর্তে বদনাম, জড়াতে পারেন অদ্ভূত নানাবিধ বিষয়ে! পড়ুন আজকের রাশিফল...
ব্যবসায় চাপ বৃদ্ধি। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। ভবিষ্যত পরিকল্পনা করুন।
এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন। আজ সারা দিন হিসেব করে থাকলেও বাজে খরচ থেকে রক্ষা পাবেন না। অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।
উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি। আপনার গুরুত্ব বাড়বে।
পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আপনি আসলে নতুন কিছু শুরু করতে ভয় পাচ্ছেন।
ভাল কাজের পরিবর্তে বদনাম জুটবে। আত্মীয় বিবাদ থেকে সাবধান থাকুন। সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে।
কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে যোগাযোগ হলেই আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে।
যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। লিভারের সমস্যায় ভোগান্তি। সামাজিক যত অবহেলা আপনার হয়েছে তা কেটে যেতে পারে।
সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। সবার সঙ্গে মিশে চলুন।
আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। ব্যবসায় অতিরিক্ত লাভের আশায় চাপ বাড়তে পারে। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ হাতছাড়া হতে পারে।
অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। শরীরে কোথাও চোট লাগতে পারে। বাড়তি খরচ থেকে সাবধান। ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো নয়।
অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবে অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তার সঙ্গে লড়তে হবে।
স্নায়ু সমস্যায় ভুগতে পারেন। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। পুরনো সমস্যা থেকে মুক্তি। দিন ভালো কাটবে।