Ajker Rashifal | Horoscope Today: ব্যক্তিগত ঝামেলায় মিথুন, প্রণয় প্রস্তাবে সাড়া মীনের, পড়ুন রাশিফল
কাজের চাপ থাকবে। উত্তেজনা থাকবে। পরিবার থেকে সাহায্য পাবেন। কান্নাকাটি করবেন না, শক্ত থাকুন। আজ অনেক সুবিধা পাবেন। উপলব্ধি করতে পারবেন অনেক কিছু আপনার আড়ালেই ঘটবে। প্রেমে বাঁধা, তাকে সবকথা না বললেই ভাল।
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখুন। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। নতুন আত্মীয় লাভের যোগ আছে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
জীবনে কূটনীতি প্রয়োজন। বেশ কিছু ঝামেলা নিয়ে ভুগবেন। আর্থিক মুনাফা অর্জন করবেন। শক্তি থাকবে মনে। অযথা নিজে উত্যক্ত হবেন না, প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আসবে। আজ অগত্যা অনেক কিছু শিখবেন।
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম সাক্ষাতেই কাউকে ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
স্বাস্থ্য ভাল থাকবে। খুশি ভাগ করে নিন। বিনোদনের খাতে খরচ করুন। ঘরের কাজ শেষ করুন। শরীরকে সতেজ রাখতে হবে। মতপার্থক্য থাকবে, অপরকে নিয়ে বেশি ভাববেন না। বেশ কিছু পরিকল্পনা নষ্ট করবেন। পার্টনারের আচরণে নজর দিন।
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
আত্মবিশ্বাস রাখুন, নিজের কাজে এগিয়ে যান। বিদেশ ভ্রমণের সুযোগ। অহেতুক চাপ নেওয়ার প্রয়োজন নেই। বেশ কিছু জিনিস শিখতে পারবেন। কঠোর পরিশ্রম করুন, চেষ্টা চালিয়ে যান। একলা সময় কাটানো বন্ধ করবেন। কলহ থেকে দূরে থাকুন।
কোনও আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।
আপনার আর্থিক অবস্থা উন্নত হবে। বন্ধুরা সাহায্য করবে। নতুন কাজে উদ্যোগ নিতে পারেন। মতামত অবহেলা করলে সঙ্গীর সঙ্গে বিরোধ করবে। প্রেম নিয়ে ভাল হবে। এক ধর্মীয় বিষয়ে অনেক জ্ঞান পাবেন। দিনটি ভালই কাটবে।
দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক মোটামুটি ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
সামাজিক জমায়েত থেকে খুশি হবেন। মতবিরোধ থাকবে। পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলুন। বেশ কিছু বিষয়ে ভাল করে চিন্তা করুন। আবেগের সামনে মাথা নোয়াবেন না। দৈনন্দিন জীবনে সুখ আনুন। মেজাজ খারাপ করবেন না।
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)