Ajker Rashifal | Horoscope Today: রক্তপাতের সম্ভাবনা মেষের, কর্মে খ্যাতি মিথুনের, পড়ুন রাশিফল
রক্তপাতের সম্ভাবনা। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে, যার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক থাকবে। কর্মে সাফল্য আসবে। সঞ্চিত অর্থ ব্যয়।
ক্ষোভ বাড়বে। বিবাহিতদের জন্য মঙ্গলজনক হবে। হৃদরোগে কষ্ট।কর্মে সাফল্য আসবে। সঞ্চিত অর্থ ব্যয়। ভোগবিলাস।
কর্মে খ্যাতি। বিষণ্ণতা। অস্থিরতা বৃদ্ধি পাবে। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। ক্রীড়ায় সাফল্য।
গোলযোগ। অপত্যহানি। ব্যবসায় অগ্রগতি। সুপরামর্শ লাভ। পুরস্কার প্রাপ্তি। চাকুরীক্ষেত্রে অশান্তি। গৃহবিবাদ।
হঠাৎ প্রাপ্তি। অপচয় বৃদ্ধি। নব উদ্যোগ।গুহ্যপীড়া। উচ্চশিক্ষার চিন্তা মাথায় আসবে। গৃহে চুরির সম্ভবনা।
কলহ। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। পরিকল্পনায় সফল হবেন। স্বাস্থ্যোন্নতি হবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে।
সঞ্চিত অর্থ ব্যয়। অকস্মাৎ বিপদ। শিরঃপীড়া। রোগভোগ। যাত্রায় বিঘ্ন আসতে পারে। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দেহপীড়া। আর্থিক সমস্যা দূর হবে। কর্মে খ্যাতিলাভ। শুভ যোগাযোগ। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। সম্মান প্রাপ্তি।
মানসিক তৃপ্তি। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। গৃহসংস্কার। আইন আদালত এড়িয়ে চলুন। সাধুসঙ্গে শান্তি। সুচিকিৎসায় সুস্থ।
নব কর্মারম্ভ। নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে। পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ থাকবে। কোনও শত্রু থাকলে তাঁদের থেকে সতর্ক থাকতে হবে।
প্রেম - প্রণয়ে বাধা। বাণিজ্যে প্রসার। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। পত্নীবিরহ। অসুস্থতা
আকস্মিক বিপদ। যৌথ ব্যবসায় ক্ষতি। ব্যয় বৃদ্ধি। ভাগ্য কর্মক্ষেত্রে সহায়তা করবে। স্বামী- স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। নিকট বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে।