Ajker Rashifal | Horoscope Today: খরচ বৃদ্ধি থেকে কাজের জায়গায় ঝামেলা, দিনটা মোটেও ভালো যাবে না যাদের...
কর্মস্থলে কোনও উচ্চপদস্ত কর্মকর্তার সাথে মতানৈক্য দেখা দেওয়ার সম্ভাবনা। বেসরকারি চাকরীজীবীদের কর্মক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। নিজের পরিকল্পণা মতো কাজে অত্যন্ত সাফল্য আসবে। আবার রহস্যজনক কারনে সমস্ত কাজে বাধা বিপত্তি দেখা দেবে।
সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে। তবে বাড়তি খরচের জন্য চিন্তা। কাজের দিকে কোনও বাজে খবর আসতে পারে।
ব্যবসার দিকে খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও অতিথকে নিয়ে বিবাদ। স্ত্রী-র সঙ্গেও বাড়িতে বিবাদ। আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা।
কোনো আত্মীয় বা বন্ধুর অসুস্থতা বা মৃত্যু সংবাদ আস্তে পারে। বিশেষ কোনো কাজে কর্মে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। মানসিক ভাবে অস্থির হয়ে থাকতে পারেন।
মাথার যন্ত্রণা বাড়তে পারে। উঁচু কোনও জায়গা থেকে পড়ে যেতে পারেন। প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে।
সর্বক্ষেত্রেই আজ আপনাদের সতর্কতা অবলম্বন করার প্রয়োজন থাকছে। আজ কাজে বিপদের ঝুঁকি রয়েছে। মাথায় কোনও চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা।
অহেতুক ক্রোধ বাড়তে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি। ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে। অর্থের ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে।
প্রত্যাশিত কোনো একটি কাজে আজ অগ্রগতি লাভ করবেন। বকেয়া কোনো কাজের বিল আদায়ের যোগ প্রবল। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সফল হবেন।
বাড়তি কাজের জন্য আজ আপনি কোনও মূল্য পাবেন না। অর্থের ব্যাপারে চাপ। শরীরের দিকে কোনও খরচ বাড়তে পারে। বিলাসিতার জন্য কোনও খরচ বাড়তে পারে। আবার আজ কিছু অর্থ আসতেও পারে।
আপনার প্রতিবেশীর সাথে অকারণেই তর্ক বিবাদ হতে পারে। আজ যানবাহন সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে পারে। তাই আপনার যানবাহন নিয়ে সতর্ক থাকুন।
আয় ও ব্যয়ের ভিতর সমতা ঠিক থাকবে না। দুই চাকা জাতীয় কোনও গাড়িতে একটু বিপদ। কোনও দরকারি কাজের দিকে না যাওয়াই আজ ভাল হবে।
আজ নিজের কোনও ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকার পেতে পারেন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)