Ajker Rashifal | Horoscope Today: ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে! পড়ুন আজকের রাশিফল...
একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান।
ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা, সাবধানে সিদ্ধান্ত নেবেন। বন্ধুর সঙ্গে কোনও বিবাদ বাধতে পারে।
একটু অপেক্ষা করুন ভাল সময় আসছে। ব্যবসার দিকে কিছু শুভ পরিবর্তন। বাড়তি খরচের জন্য কোনও চিন্তা বাড়তে পারে।
নতুন কোনও কাজের যোগাযোগ তৈরি হতে পারে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে।
দু’দিক মেলাতেই পারছেন না। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়।
নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন, ব্যবসার দিকে শুভ কিছু ঘটতে পারে। নিজেদের কোনও লোক শত্রুতা করতে পারে।
জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে।
আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসার দিকে একটু ভাল কিছু আশা করতে পারেন।
বাড়তি কোনও খরচের জন্য ধার নিতে হতে পারে। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।
কারও কথায় হঠাৎ নেচে উঠবেন না। অতিরিক্ত কথায় ঝামেলা তৈরি হতে পারে। প্রেমে প্রতারিত হওয়ার যোগ আছে।
শরীরে ব্যথা বাড়তে পারে। প্রেমের জন্য বিরহ আসতে পারে। হালকা ভাবে নিন।
পরিশ্রমের ফল ভাল।অংশীদারি ব্যবসার দিকে খুব ভাল আয় আসতে পারে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)