Horoscope Today: মিথুনের আর্থিক লাভ, কর্কটের খ্যাতি, সিংহের সুখ, তুলার জয়! জেনে নিন, কেমন কাটবে আপনার দিন...
আবেগময় কথাবার্তার ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। আজ কোনও বিষয়ে কোনও ভালো বার্তা পেতে পারেন।
প্রত্যেকের সহায়তা পেতে চেষ্টা করুন। জনসমষ্টির কোনও কাজে অংশগ্রহণ।
পরিবারের সদস্যের সঙ্গে খুবই ভালো সম্পর্ক তৈরি হবে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। আর্থিক ভাবে ভালো দিন।
শৈল্পিক দক্ষতা বাড়বে। যৌথ কোনও প্রকল্প সফল হবে। খ্যাতি ও সম্মান বাড়বে।
যাকে ভালোবাসেন তাঁর সুখশান্তি বৃদ্ধির জন্য সচেষ্ট থাকুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শৈথিল্য নয়, সতর্ক থাকুন।
কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। পরিশ্রম সুফল আনবে। বন্ধুদের অগ্রাধিকার দিন। গড়িমসি না করে এগিয়ে যান।
জয় করার স্পিরিটটা ধরে রাখুন। পূর্বপুরুষের কোনও প্রজেক্ট সফল হবে। দীর্ঘ সময় ধরে চলা কোনও ব্যাপার গতি পাবে।
ধর্মীয় ও নৈতিক মূল্যবোধগুলিকে মূল্য দিন। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান। পেশাজগতে সফল হবেন।
রুলস অ্যান্ড রেগুলেশনের উপর একটু জোর দিন। আইনকানুন মেনে চলুন। খুব সাবলীল ভাবে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করুন।
পরিবারে শান্তি বজায় থাকবে। আর্থিক লাভ বাড়বে। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলির একটা নিষ্পত্তি হবে।
পরিশ্রম করে যান, পরিশ্রমের উপরই জোর দিন। আয় ও ব্যয় দুটোই বাড়বে। সতর্কতার সঙ্গে এগিয়ে চলুন।
বহু বিষয়ই আজ আপনার পক্ষে থাকবে। বুদ্ধিবৃত্তিগত বিষয়গুলিতে সাফল্য পাবেন। শিক্ষাক্ষেত্রেও সাফল্য আসবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)