Horoscope Today: মিথুনের ভাগ্যোন্নতি, কন্যার ব্যবসায় লাভ, মকরের মহাজাগতিক শক্তিপ্রাপ্তি! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...
স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর হতে পারে। এতদিন গোপন থাকা কোনও বিষয় আজ আপনার চেখের সামনে স্পষ্ট হয়ে ধরা দেবে।
একাধিক পথে আয় বাড়তে পারে। আজ পুজো-আচ্ছা করুন, ভালো ফল মিলবে।
আজ আপনার আগুন থেকে বিপদের আশঙ্কা থাকছে। আজ খুলে যাবে আপনার ভাগ্য।
ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। যে কোনও কাজে লেগে থাকুন। এতেই সাফল্য আসবে।
ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে। সব সময় স্রোতের বিরুদ্ধে যাবেন না। অযথা সময় নষ্ট হয়ে বিরক্ত হয়ে পড়বেন।
ব্যবসায় সমস্যা বাড়তে পারে। কোনও কিছুতেই হতাশ হবেন না। জানবেন, এমনটাই হওয়ার ছিল, তাই হচ্ছে।
ব্যবসায় আয় বাড়তে পারে। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। ভালোমন্দ মিলিয়ে যাবে দিনটি। তবে আজই নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার দিন।
কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। ব্যবসায় আয়বৃদ্ধি। জীবনকে নতুন দিগন্তে নিয়ে চলুন। আজই সেই ঝুঁকি নেওয়ার দিন।
কর্মস্থলে উন্নতি-যোগ। প্রতিদিন এক কাজ করে ক্লান্ত হয়ে পড়ছেন, আজই তাই নতুন কিছু করুন।
একেবারেই ভয় পাবেন না, সব সময় জানবেন যে, আজ মহাজাগতিক শক্তির সহায়তা পাবেন আপনি।
বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে। সঙ্গীকে নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে চাইছেন, আজই তাঁর সঙ্গে কথা বলুন। কর্মস্থানে সম্মানহানির যোগ আজ।
আজ আপনার একটু ঝামেলায় পড়ার দিন। তবে বিচলিত হবেন না। সত্যের মুখোমুখি হবেন এবং ভেঙে পড়বেন না।