Horoscope Today: ফেলে রাখা কাজ সেরে ফেলুন বৃষ, ধৈর্যের পরীক্ষা দিন বৃশ্চিক

Wed, 20 Mar 2024-6:29 am,

রাগ নিয়ন্ত্রণে রাখুন। এমনকিছু বল ফেলবেন না যা ভবিষ্যতে পস্তাতে হয়। অন্যের মতামতকে গুরুত্ব দিন। হঠাত্ পরিকল্পনা পাল্টে যেতে পারে। পরিবারের থেকে দূরে থাকতে হতে পারে। কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার আগে দুবার ভাবুন।

 

প্রেমে সমস্যা। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। অতীতে করে রাখা বিনিয়োগের ফল পাবেন। কাজের জায়গায় ভালো কোনও খবর পেতে পারেন। মনের জোরে অনেক কিছুই করতে পারেন আজ। ধীরে চলুন। তাড়াতাড়ি করবেন না। সব পরিকল্পনা পূর্ণ না হলেও চিন্তা করবেন না। কোনও কোনও সময় ধীরে চলতে হয়। আজ চন্দ্র আপনার পক্ষে। কাজে চাপ নিতে কোনও সমস্যাই হবে না। ফেলে রাখা কাজ করে ফেলুন।

পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। বড় কোনও কাজে হাত দেওয়ার পরিকল্পনা থাকলে তা আজ দিতে পাবেন। লড়াই করতে হবে তবে তাতে আপনার মূল্যবান অভিজ্ঞতাও হবে। বুঝেশুনে কথা বলুন। তা না হলে বিপদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। তবে অন্য জায়গায় এমন কোনও পরিস্থিতিতে পড়তে পারেন যা সামাল দিতে হিমশিম খেতে পারেন। কিন্তু আপনি শেষপর্যন্ত সফল হবেন। মনে হবে আজ আপনার পড়ে থাকা কাজ করতে পারবেন। পিছিয়ে আসলে ভুল করবেন।

 

আর্থিক দিকে ভালো খবর পেতে পারেন। যা চাইছেন তা হাতের নাগালেই রয়েছে। শুধু বাড়তি একটু চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। সবার সঙ্গে যোগাযোগ রেখে চলুন। নিজের কথা অন্যকে খুব ভালোভাবে বুঝিয়ে বলুন। দেখে নিন তারা তা বুঝতে পারছে কিনা। তা না হলে সমস্য়ায় পড়তে পারেন।  কেরিয়ারে মনযোগ দিন। প্রেমে বড় কিছু ঘটতে পারে।  বহু নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। এদের অভিজ্ঞতা কাজে লাগান। দিনভর কোনও না কোনও চ্যালেঞ্জ লেগেই থাকবে। 

কাউকে কড়া কথা বলার আগে দুবার ভাবুন। নতুন বন্ধু পেতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাত হতে পারে। এতে আপনার কেরিয়ারে উন্নতি হবে। লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। আজ আপনার ক্ষমতা দেখিয়ে দেওয়ার দিন। পরিবারের লোকজনের সঙ্গে সমস্যা শেয়ার করুন। পুরনো কথা ভুলে যান। কাছের মানুষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন।  

ব্যবসায় নতুন সুযোগ খুলে যেতে পারে। জীবনে যা কিছু বদল আসবে তাকে মেনে নিতে চেষ্টা করুন। সামাজিক মর্যাদা বাড়বে। মানুষজন আপনার কথায় প্রভাবিত হতে পারেন। অন্যের মিষ্টি কথায় ভুলবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীর কোনও পরামর্শ নেবেন না। আপনার পাশাপাশি বহু বাধা আজ দূর হয়ে যাবে।

 

কোনও চমকের জন্য তৈরি থাকুন। আজ কোনও ঘটনা আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। সমস্যায় পড়লে নিজেই ঠান্ডা মাথায় ভাবুন। নিজেই সমাধান করতে পারবেন। পরিবারের লোকজনের পরামর্শে উপকৃত হবেন।  আপনার কাজ আজ প্রশংসা পাবে। নিজের উপরে বিশ্বাস রাখুন। প্রেমে বাধা রয়েছে। যাকে পছন্দ করেন তাঁকে আজ তা বলার দিন নয়। কাজের জায়গায় ভালো ফল পেতে পারেন। ব্যবসায় বাধা রয়েছে। অনাদায়ী টাকা ফেরত পেতে পারেন।

পরিস্থিতির শিকার এই কথাটাই মন থেকে মুছে ফেলে লড়াই করুন। সাফল্য আসবেই।  পজিটিভ চিন্তাভাবনা করে সমস্যা সমাধানের চেষ্টা করুন। পরিবারের অশান্তি হতে পারে। ধৈর্যের পরীক্ষা দিন। মানসিক চাপ সামাল দিতে আজ আপনাকে শান্ত থাকতেই হবে। ঝুঁকি নিন, সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

বিনোদন জগতের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজ ভালো দিন। পড়ে থাকা কাজ হয়ে যাবে। চিন্তা করবেন না। বাস্তব পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নিন। তবে আপনার নেতৃত্বে দেওয়ার ক্ষমতায় প্রভাবিত হবেন অনেকে। এতে আপনার কাজের জায়গায় উন্নতির রাস্তা খুলে যাবে। পরিবারে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

একেবারে উল্টো মানসিকতার মানুষকে বেশি পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। জীবনে কি এমন কেউ রয়েছে যাকে আপনি গুরুত্ব দেন না? তাহলে তার কথা ভাবুন। আপনার খারাপ সময়ে উনি আপনার পাশে দাঁড়াবেন। যেসব বন্ধুর সঙ্গে বহুদিন যোগাযোগ নেই তার সঙ্গে কথা বলুন। আপনার চারপাশে লোকজন প্রয়োজন।

পরিবারের মানুষদের সময় দিন। চারপাশের সব বাধার সঙ্গে আজ পাল্লা দিতে পারবেন। বুঝতে পারবেন এই মানসিক জোর বহুদিন আপনার সঙ্গে ছিল না। ফেলে রাখা কাজ করে ফেলুন। আরামের জায়গা থেকে সরে এসে ঝুকি নিন। ফল পাবেন।

 

ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রেম সম্পর্কিত কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। জীবনকে নতুন করে দেখার চেষ্টা করুন। আপনার অন্তর্মুখী মনোভাব আজ কাজ দেবে। আপনার উর্ধ্বতনরা আপনাকে পদোন্নতি দেওয়ার কথাও ভাবতে পারেন। সুশৃঙ্খল ভাবে কাজ করুন। সঠিক আচরণবিধি অনুসরণ করুন। ফল পাবেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link