Horoscope Today: মিথুনের আর্থিক লাভ, কন্যার পেশাগত উন্নতি; তুলার বিনিয়োগে সাফল্য! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...

Soumitra Sen Thu, 09 May 2024-8:39 am,

আজ আপনি কর্মে শৈথিল্য ত্যাগ করুন। কাজে ভুল হলে আজ আপনার কপালে দুঃখ আছে। দূর ভ্রমণের যোগ আছে।

দিনটি মোটের উপর ভালোই যাবে। আজ নির্মাণকাজ শুরু করার পক্ষে ভালো। 

আগাগোড়া সক্রিয় থাকুন। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটবে।

একটা আর্থিক টানাটানি, যার মধ্যে আপনি এতদিন ছিলেন, সেটা হঠাৎই কেটে যাবে! 

আজ আপনার কর্মক্ষেত্রে শুভ। গৃহ-পরিবারের সংকট কাটানোর জন্য ধৈর্য ধরুন। 

সহসা প্রচুর টাকা হাতে চলে আসবে! আজ কী শিক্ষাক্ষেত্রে, কী পেশাজীবনে সব কিছুই আপনার অনুকূলে থাকবে।

বিনিয়োগ করুন, দিনটি বিনিয়োগের জন্য ভালো। সড়কপথে লং-ড্রাইভে যেতে পারেন। 

স্বাস্থ্য ভালো থাকবে।  আজ উপার্জন ভালো হবে। গৃহে ভালো কাজের যোগ রয়েছে।

কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন ঘটবে। আর সেই প্রক্রিয়া শুরু হবে আজই। সম্পত্তিক্রয় ঘটতে পারে।

আজ আপনি সহসা স্থাবর কোনও সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন। 

আজ শিক্ষায় ভালো। আর্থিক দিক থেকে সন্তোষজনক। কোথাও ভ্রমণে গেলে যথেষ্ট প্রস্তুতি নিয়ে যান। 

উত্তরাধিকারসূত্রে সম্পত্তিলাভের যোগ রয়েছে। কোনও সুখবর আসতে পারে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link