Horoscope Today: বৃষের বদল, মিথুনের প্রাপ্তি, তুলার প্রশান্তি! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...
আজ আপনি একটু বস্তুবাদী হবেন। আজ একটু আত্ম-প্রেমে মজে থাকবেন।
আজ নিজেকে নিজের ভিতর থেকে বের করুন। সকলের সঙ্গে খুব প্লেফুল ও জয়ফুল অ্যাটিটিউডে মিশুন।
অর্থের দিক থেকে দিনটি খুবই ভালো। আবেগের উদযাপন হবে। আজ আপনি আধ্যাত্মিকতায় জড়িয়ে থাকবেন।
আজ উপলব্ধি করবেন জীবনটা যেন সেই শিশুদের গেমের মতো। এবং আজ আপনি আপনার মধ্যে সেই শিশুটিকেও যেন নতুন করে আবিষ্কার করবেন।
এখন শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ করে যান। আপনার সাহসিকতা আপনাকে দিয়ে দুরূহ কাজ করিয়ে নেবে।
শুধু প্রয়োজনটা নিয়েই মেতে থাকবেন না। আর একটু অতিরিক্ত করে, বড় করে ভাবুন। দ্বিধা ত্যাগ করুন।
আজ আপনার জীবনের বাইরে থাকবে তরঙ্গ, কিন্তু মনে থাকবে প্রশান্তি। অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করুন।
লক্ষ্য থেকে সরে যাচ্ছেন না তো? নিজের আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে না তো? বাস্তবের দিকে নজর রাখুন।
জীবনে একটু প্রেম আনুন। দেওয়ালে যেন পিঠ ঠেকে না যায়। নিজেকে প্রশ্ন করুন-- 'এখন কী করব আমি?' সাফল্য সময়ের অপেক্ষা।
কেউ যদি আজ আপনাকে আজ একটু হাতশ করে বিষণ্ণ করে, ভাববেন না, কোনও ক্ষতি হবে না আপনার। সাহসী হোন।
খুব বড় ধরনের কোনও পরিবর্তন আসতে পারে আজ। কোনও অতিপ্রাকৃত সহায়তা মিলবে আজ আপনার।
আত্মরক্ষা করবেন, তবে, দেখবেন তাতে আপনার উন্নতি যেন বাধাপ্রাপ্ত না হয়।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)