Horoscope Today: মেষের আত্মবিশ্বাস, মিথুনের দ্বিধা, কর্কটের অগ্রগতি! জেনে নিন, কেমন কাটবে আপনার দিন...

Soumitra Sen Fri, 03 Jan 2025-9:35 am,

কারও কাছে কোনও গোপন কথা প্রকাশ করে ফেলবেন না যেন। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।    

কথা বলুন, কথা বলেই সমস্যা মেটাতে পারবেন। যা ভাবছেন, সেটাই করুন, না হলে নিজের অগ্রগতি থমকে যাবে।  

আপনি জানেন বদল আসছে, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে কীভাবে মানিয়ে নেবেন, সেটা আপনি বুঝতে পারছেন না!   

যা প্রয়োজন নয়, তার বন্ধন থেকে নিজেকে মুক্ত রাখুন। এখন সামনের দিকে এগিয়ে চলার লগ্ন, সেভাবেই ভাবুন সবকিছু।     

প্রত্যাশার বাইরে গিয়ে সব কিছু ঘটবে। আর তেমনই কিছু ঘটনা আপনাকে সম্পূর্ণ অন্য ভাবে 'মোল্ড' করে দেবে!

কোনও কিছুতেই বেশি কৌতূহল দেখাবেন না। সম্পর্কের ক্ষেত্রে বেশ একটু সতর্ক থাকুন।

  

কোনও আনন্দদায়ক সাক্ষাৎ বা কোনও ইভেন্ট আজ সারাদিন আপনাকে খুব হ্যাপি মুডে রাখবে।

এনার্জি ও উদ্দীপনার তুঙ্গে থাকবেন। নিজের প্রতি খুব বেশি কঠোর হবেন না।      

আজ আপনি প্রেমের জোয়ারে ভাসবেন। নিজের কেরিয়ারে কোনও অপ্রত্যাশিত প্রাপ্তির মুখোমুখি হতে পারেন।       

না ভেবে-চিন্তে কথা বলবেন না, তেমন ঘটলে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন।   

আপনার জন্য নতুন দিকনির্দেশিকা আসছে। আজ আপনি আপনার প্রতিভার দাম পাবেন।       

আজ খুব আবেগপ্রবণ হবেন না। মাথা দিয়ে কাজ করুন, হৃদয় দিয়ে নয়।     

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link