Horoscope Today: মিথুনের সতর্কতা, কর্কটের রোমান্স, কুম্ভের সাফল্য! জেনে নিন, কেমন কাটবে আপনার দিন...
স্ট্র্যাটেজিক প্ল্যানিং খুব দরকার আজ। নিজের মনের কথায় সাড়া দিন।
নিজের কাজ ও কথার উপর একটু নজর রাখুন। যা করবেন, একটু মজা করে করুন।
তাড়াতাড়ি সবকিছু জানতে-বুঝতে যাবেন না। যে কোনও বিষয়ে একটু বিজ্ঞ মানুষের পরামর্শ নিন।
প্রেম ও রোমান্সের একেবারে আদর্শ দিন। আপনার পরিশ্রম আপনাকে প্রতিষ্ঠা এনে দেবে।
ছুটির দিনেরও একটা সুন্দর পরিকল্পনা করুন! শরীরকে খুব বেশি খাটাবেন না যেন।
আপনাকে আজ আপনার কোনও বন্ধুর প্রয়োজন হতে পারে। তবে এটাকে কোনও প্রেমের সংকেত বলে ভুল করবেন না।
কাজে ডুবে থাকবেন ঠিকই, তবে এজন্য মেজাজ হারাবেন না যেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঠিক সময়ে ঠিক কথাটি বলতে দ্বিধা করবেন না।
নতুন কিছু শিখবেন আজ। আউট অফ দ্য বক্স ভাবুন। এর জেরে আপনি এগিয়ে যাবেন।
কার সঙ্গে নিজের প্ল্যান-ট্যানগুলো আলোচনা করছেন, সেটা একটু খেয়াল করে চলুন। সকলেই কিন্তু আপনার পরম বন্ধু নন!
অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসুন আর সামনের দিকে তাকান।
যদি সমস্ত বিষয় ঠিকঠাক ভাবে হ্যান্ডল করেন, তবে সাফল্য পাওয়া শুধু সময়ের অপেক্ষা।
আপনার জাজমেন্ট ঠিক না-ও হতে পারে, ফলে এজন্য আপনাকে অন্য কারও উপর নির্ভর করতে হতে পারে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)