Horoscope Today: পারিবারিক সম্পত্তি নিয়ে প্রবল অশান্তি বৃষর, প্রতিবেশীর সঙ্গে বিবাদে গেলেই বিপদ কর্কটের
পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে যিনি আপনার আর্থিক উন্নতিতে সাহায্য় করবেন। পরিবারে শান্তি বজায় থাকবে। ব্যবসায় চাপ বাড়তে পারে। পড়াশোনায় সফল হবেন।
বেশিরভাগ জিনিস আপনার পক্ষেই যাবে। আর্থিক সমস্যায় পড়তে পারেন। কারও পরামর্শ নিতে হতে পারে। আপনার সাহায্যের কারণে কারও প্রাণ বেঁচে যেতে পারে। পরিবারের মানুষের সাহায্য পাবেন। কোনওকিছু চুরি হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি। রাগ সামাল দিতে শিখুন।
প্রতিকুল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন। স্ত্রী আপনার উপরে বিরক্ত হতে পারেন। আর্থিক সমস্যা মিটে যাবে। পরিবারের সমস্যা আপনার পেশার উপরে প্রভাব ফেলতে পারে। পাওনা টাকা আদায়ে দেরি হতে পারে।
সারাদিন ধকল যেতে পারে। রাতে পরিবারের সঙ্গে থেকে আনন্দ পেতে পারেন। বহুদিন দেখা নেই এমন কারও সঙ্গে দেখা হয়ে যেতে পারে। কাজের জায়গায় সমস্যা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবে না।
দোষ করে দুঃখ প্রকাশ করতে হতে পারে। কাজের জায়গায় সহকর্মীরা আপনার কথায় সম্মত হবেন। স্ত্রীর সঙ্গে মানিয়ে চলুন। আর্থিক ব্যাপারে কারও সাহায্য পেতে পারেন। কারও সঙ্গে বিবাদে রাগ বাড়তে পারে।
বন্ধুদের সঙ্গে সময় কাটানো আপনার জন্য লাভবান হবে। টাকাপয়সা ঠিকঠাক কাজে লাগান। হঠাত্ করে কাজের চাপে পড়ে যেতে পারেন। পুরনো টাকা আদায়ে সমস্যা হতে পারে। কাজের জায়গায় কোনও সমস্যায় জড়িয়ে পড়বেন না। বাড়ির কারও জন্য চিন্তায় পড়তে পারেন।
সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় পড়তে পারেন। খরচ বৃদ্ধি। বাইরের অশান্তি ঘরে আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। সামাজিক মর্যাদা বাড়বে। ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করে ফেলুন। পরিবারের কারও সঙ্গে বিবাদ।
কাজের জায়গায় অশান্তি হতে পারে। ভুলের জন্য পস্তাতে হতে পারে। সন্তানের জন্য় চিন্তা থাকবে। পাওনা টাকা আদায় হবে। পরিকল্পনা সফল হবে। কোনও কাজের জন্য অনুশোচনা হতে পারে।
আয়ের থেকে ব্যয় বাড়বে। মানসম্মানে আঘাত আসতে পারে। ব্যবসায় উন্নতি হবে। বাড়িতে আত্মীয় আসতে পারে। সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ আসতে পারে। খরচ কমান।
যেখানে খরচ করা প্রয়োজন নেই সেখানে খরচ হয়ে যাবে। সম্পর্কের উপরে জোর দিন। কাজের জায়গায় বিবাদ হতে পারে। চকরিতে সমস্যা। শত্রুদের থেকে সাবধান। সম্পত্তি নিয়ে সমস্য়ায় পড়তে পারেন। ভ্রমণের যোগ আছে। বেশি কথা বলায় বিপদে পড়তে পারেন। পরিবারে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে।
কোনও জায়গায় টাকা ঢালার আগে ভালোভাবে পরিস্থিতি যাচাই করুন। পরিবারে শান্তি পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। সব কথার প্রতিবাদ করতে যাবেন না। বাড়ি কেনার সুযোগ আসবে। বুঝেশুনে কথা বলুন।
আটকেথাকা টাকা আটকে যাবে। কাজের জায়গায় অশান্তি। মাথা ঠান্ডা রাখুন। অকারণ কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন না। শারীরিক সমস্যা হতে পারে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)