বউবাজার কার্যত তাসের দেশ! ধ্বংসস্তূপে চাপা পড়ছে শহরের পুরনো পাড়া!

Ayan Ghoshal Thu, 05 Sep 2019-11:20 am,

চারিদিক থমথমে! চাপা আতঙ্কে দিন কাটাচ্ছেন বউবাজারের দুর্গা পিথুরী লেন এবং স্যাকরা পাড়া লেনের বাসিন্দারা। তথ্য ও ছবি: অয়ন ঘোষাল।

চারিদিকে তাসের ঘরের মতো একটার পর একটা বাড়ি। মাথার উপ ছাদ হারাচ্ছে একের পর এক পরিবার। তথ্য ও ছবি: অয়ন ঘোষাল।

কোনওটা ভেঙে পড়েছে। কোনওটা হয়তো ভেঙে পড়বে পড়বে করছে। তথ্য ও ছবি: অয়ন ঘোষাল।

টানেল বোরিং মেশিন নয়, যেন এলাকা দিয়ে বয়ে গিয়েছে সুনামি। যেন ঘটে গিয়েছে রিখটার স্কেল কাঁপিয়ে দেওয়া ভূমিকম্প। তথ্য ও ছবি: অয়ন ঘোষাল।

বি বি গাঙ্গুলি স্ট্রিটের ১০৫ নম্বর বড়ির ছাদ থেকে বউবাজারের দুর্গা পিথুরী লেন এবং স্যাকরা পাড়া লেনের সেই ‘হক আই ভিউ’ এক্সক্লুসিভলি Zee ২৪ ঘন্টার ক্যামেরায়। তথ্য ও ছবি: অয়ন ঘোষাল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link