হাতে একটা আঙুল কম নিয়েও বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটকিপার

Tue, 28 Apr 2020-4:27 pm,

দুই হাতে দশের পরিবর্তে ন টা আঙুল। আর সেই নটা আঙুল নিয়ে কিপিং করেই তাক লাগিয়ে দিয়েছেন পার্থিব প্যাটেল।

 

হাতে ৯টা আঙুল নিয়েই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়েছেন। বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেটকিপার পার্থিব প্যাটেল।

মাত্র ছয় বছর বয়সে এক দুর্ঘটনায় কীভাবে হাতের একটি আঙুল হারিয়েছিলেন সেটাই এতদিন পর জানালেন পার্থিব।

পার্থিব জানান, " আমার যখন ছয় বছর বয়স, তখন দরজায়  কড়ে আঙুল চেপে কাটা পড়ে। অস্ত্রোপচার করে শরীর থেকে বাদ দিতে হয় গোটা আঙুলটাই।"

এক আঙুল কম নিয়ে ক্রিকেট খেলতেও বেশ অসুবিধে হয়েছে বলে জানান পার্থিব। তাঁর কথায়, "উইকেটকিপিং গ্লাভস পরতে এই কারণে খুব অসুবিধে হয়। এই কারণে টেপ জড়িয়ে রাখতে কড়ি আঙুলের জায়গাটায়। যাতে গ্লাভস ঠিকমতো ফিট হয়ে যায়।"

তবে ব্যাট গ্রিপ করতে একটু অসুবিধে হতো। পরে অবশ্য মানিয়ে নেন। তবে দশটা আঙুল থাকলে কেরিয়ারে কী পরিবর্তন হতো সেটা অবশ্য বলতে পারেননি পার্থিব। তবে নটা আঙুল নিয়ে উইকেটকিপিং করে ভারতের প্রতিনিধিত্ব করে গর্বিত তিনি।

২০০২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেন পার্থিব প্যাটেল। সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় টিম ইন্ডিয়া।

২০০২ সালেই সিনিয়র দলে ডাক পান পার্থিব প্যাটেল। সর্বকনিষ্ঠ উইকেটকিপার হিসেবে টেস্ট খেলার নজির গড়ছেন তিনি।

২০০৩ সালে বিশ্বকাপগামী ভারতীয় দলে ছিলেন পার্থিব প্যাটেল। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ হয়নি তাঁর।

 

এমএস ধোনি, দীনেশ কার্তিক, ঋদ্ধিমান সাহাদের ভিড়ে ক্রমেই হারিয়ে গিয়েছেন পার্থিব। ২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে শেষবার দেখা গিয়েছে তাঁকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link