EXPLAINED | MS Dhoni | IPL 2025: কীভাবে মাত্র ৪ কোটিতে সিএসকে পেল ধোনিকে? কিংবদন্তির টাকা ছাড়ার অঙ্কটাও জেনে নিন
৩ আইসিসি ও ৫ আইপিএল ট্রফি জয়ী কিংবদন্তি অধিনায়ক এমএস ধোনি ! তিনি আদৌ আসন্ন আইপিএলে অংশগ্রহণ করবেন কিনা, তা নিয়ে রীতিমতো সন্দেহ ছিল অনুরাগীদের মনে। কারণ এক তো তাঁর বয়স! দ্বিতীয়ত মাহির অবসরের ভাবনা। তবে জল্পনার অবসান। সকলকে স্বস্তির বার্তা দিয়ে চেন্নাই সুপার কিংস ধোনিকে ধরে রেখেছে। যার অর্থ আসন্ন আইপিএলেও দেখা যাবে মাহি-ম্য়াজিক।
সিএসকে রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি টাকা), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজার (১৮ কোটি) সঙ্গেই ধোনিকে ধরে রেখেছে। যেখানে বাকিরা পাচ্ছেন দুই অঙ্কের সেখানে ধোনি পাচ্ছেন মাত্র ৪ কোটি টাকা! ধোনি এক-দুই কোটি টাকা নয়, ৮ কোটি টাকা ছেড়ে দিয়েছেন। তিনি পেতেন ১২ কোটি টাকা। পাবেন ৪ কোটি টাকা।
একজন ক্যাপড ভারতীয় খেলোয়াড়ও আনক্যাপড হয়ে গিয়েছে এই আইপিএলে! যদি কোনও ক্রিকেটার নিলাম মরসুমের পাঁচ বছর আগে কোনও আন্তর্জাতিক ক্রিকেট (টেস্ট ম্যাচ, ওডিআই, টি২০ আন্তর্জাতিক) না খেলে থাকেন বা বিসিসিআই-এর সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন, তাহলে তিনি হয়ে যাবেন 'আনক্যাপড'। এই নিয়ম শুধুই ভারতীয় খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। ২০২০-র অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। আগামী বছর তাঁর অবসরের পাঁচ বছর পূরণ হবে। কিন্তু আইপিএলের মেগা নিলাম হয়ে যাবে তার আগেই। ধোনি ‘আনক্যাপড’ হয়ে গেলেন। ৪ কোটি টাকায় তাকে ধরে রাখল সিএসকে।
মঈন আলি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, রাজবর্ধন হাঙ্গাগর্গেকর, অজয় মন্ডল, মুকেশ চৌধুরী, আজিঙ্কা রাহানে, শাইক রশিদ, মিচেল স্যান্টনার, সিমরজিৎ সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থিকশানা, রচিন রবীন্দ্র, শার্দূল ঠাকুর, ড্য়ারেল মিচেল, সমীর রিজভি, মুস্তাফিজুর রহমান, রিচার্ড গ্লেসন, অবনীশ রাও অ্যারাভেলি ও ডেভন কনওয়ে
দিল্লি ক্য়াপিটালস ছেড়ে ঋষভ পন্থ নাকি আসছেন চেন্নাই সুপার কিংসে! আর এই বিস্ফোরক খবর দিয়েছেন সিএসকে-র 'ঘরের ছেলে' সুরেশ রায়না। রায়না জিয়ো সিনেমায় দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন,' আমি দিল্লিতে ধোনি ও পন্থের সঙ্গে দেখা করেছি। দ্রুত একজনকে হলুদ জার্সিতে দেখা যাবে।'অতীতে ধোনি-পন্থ ভারতীয় দলে খেলেছে। এবার দেখার আইপিএলে এক ড্রেসিংরুম তাঁরা ভাগ করে নেন কিনা!