Gautam Gambhir Salary: বিরাটদের নতুন গুরু জিজি, টিম ইন্ডিয়ার কোচ হিসাবে কত টাকা পাবেন, জানেন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে এবার শুরু গৌতম গম্ভীরের যুগ! ৯ জুলাই BCCI নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছে।
আগামী ২৭ জুলাই থেকে ভারত-শ্রীলঙ্কা সফর শুরু। তিনটি টি-২০ ও তিনটি ওডিআই খেলবে দুই দেশ। দ্বীপরাষ্ট্রেই নতুন কোচের উদয় বলেই খবর। তবুও ঘোষণা কেন এখনও হল না। আর তো দুই সপ্তাহও বাকি নেই।
জানা যাচ্ছে যে, বিসিসিআইয়ের সঙ্গে গম্ভীরের বেতন নিয়ে দর কষাকষি চলছে। আর ঠিক এখানেই আটকে আছে প্রক্রিয়া।
অন্যদিকে, রাহুল দ্রাবিড়ের বার্ষিক বেতন ছিল ১২ কোটি। মনে করা হচ্ছে, গম্ভীর আরও বেশি বেতন পেতে চলেছেন। হেড কোচ হিসাবে প্রচুর পরিমাণে মাইনে ছাড়াও আরও আকর্ষণীয় সুযোগ সুবিধা পেয়ে থাকে।
২০১৯ সালে, BCCI বোর্ড হেড কোচের দৈনিক ভাতা নীতি সংশোধন করেছিল। যার মধ্যে কোচ যদি দূরের সফরে যান, তাহলে তিনি প্রতিদিন দৈনিক ভাতা হিসাবে ২১ হাজার টাকা করে বেতন পাবেন। কিন্তু এবারে সেটি তার দ্বিগুণ পরিমাণে পাওয়া যায়।
সংবাদ সংস্থা IANS জানিয়েছে, এই দৈনিক ভাতার মধ্যে আছে বিজনেস ক্লাসের ভ্রমণ, বাসস্থান এবং লন্ড্রি খরচ যা বিসিসিআই প্রদান করে।