শাহিদ আফ্রিদির আসল বয়স কত? ফাঁস হল রহস্য
তাঁর আসল বয়স কত! এই নিয়ে জল্পনার শেষ নেই।বিশ্ব ক্রিকেটে তিনি অন্যতম গ্ল্যামারাস ক্রিকেটার হিসাবে শাহিদ আফ্রিদি জনপ্রিয়। তাই তাঁর চেহারা দেখে আসল বয়স বোঝার উপায় নেই।
মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শাহিদ আফ্রিদির। জীবনের দ্বিতীয় ম্যাচে নেমেই ৩৭ বলে সেঞ্চুরি করে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন তিনি। তাঁর সেই রেকর্ড বহুদিন অক্ষত ছিল।
একাধিকবার তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অবসরে গিয়ে আবার ফিরেও এসেছেন আফ্রিদি। সম্প্রতি আফ্রিদির আত্মজীবনী প্রকাশ পেয়েছে। সেখানে তাঁর সম্পর্কে একাধিক না জানা তথ্য প্রকাশ পেয়েছে।
আফ্রিদি জানিয়েছেন, ৩৭ বলে সেঞ্চুরি তিনি ১৬ বছর বয়সে করেননি। করেছিলেন আসলে ২১ বছর বয়সে। আফ্রিদি এও জানিয়েছেন, তিনি যখন পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলে খেলেন তখন তাঁর বয়স ছিল ১৯-এর বেশি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের হিসাব বলছে আফ্রিদির বয়স ৩৯। কিন্তু আসলে তাঁর বয়স ৪৪। অর্থাত, ২০১০ সালে তিনি যখন টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল ৩৫। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের পর তিনি যখন ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল ৪১।