Happy Birthday Kuldeep Yadav: বিলাসবহুল বাংলো থেকে বিরাট দামি অডি, মোট কত টাকার মালিক ভারতের নক্ষত্র স্পিনার?
২৯ বছরে পা দিলেন দেশের তারকা স্পিনার কুলদীপ যাদব। জন্মদিনে জানুন তাঁর মোট সম্পত্তির পরিমাণ
কুলদীপের বিলাসবহুল বাংলো রয়েছে কানপুরে। এছাড়াও একাধিক রিয়াল এস্টেটে তাঁর বিনিয়োগ রয়েছে। সারা দেশ জুড়ে লাক্সারি ভিলা রয়েছে কুলদীপের
কুলদীপের গাড়ির সংগ্রহে রয়েছে Audi A6 যার দাম ৫৫ লক্ষ টাকার উপরই।
কুলদীপ ভারতীয় ক্রিকেট বোর্ডের 'সি' ক্যাটেগরির ক্রিকেটার। চুক্তি অনুযায়ী বার্ষিক এক কোটি টাকা পান।
দিল্লি ক্য়াপিটালসের হয়ে আইপিএল খেলার জন্য় ২ কোটি টাকা পান।
কুলদীপের মোট সম্পত্তির পরিমাণ ৩২ কোটি টাকা। বিগত কয়েক বছরে যা ৪০ শতাংশ বেড়েছে।
কুলদীপের মাসিক উপার্জন ৭৫ লক্ষ টাকা। বার্ষিক ৫.৮ কোটি টাকা পান।
কুলদীপ একাধিক ব্র্যান্ড এনডোর্স করেন। তাঁর জন্য়ও নিয়ে থাকেন মোটা টাকা।