কী ভাবে জানবেন আপনি অসমের নাগরিক কি না?
৪০ লক্ষ মানুষ নাগরিক পঞ্জিকরণের তালিকায় নেই। তাঁদের ভবিষ্যত কী হতে চলেছে এখনও পর্যন্ত জল্পনার বিষয়। তবে, স্বরাষ্ট্র মন্ত্রকের আশ্বাস, এটি চূড়ান্ত তালিকা নয়। যাঁদের নাম নেই তাঁরা ফের আবেদন করার সুযোগ পাবেন।
৩ কোটি ২৯ লক্ষ আবেদনকারীর মধ্যে ২.৯ কোটির নাম প্রকাশ হয় সোমবার সকালে। বলা হচ্ছে, এটি আদতে খসড়া মাত্র। এর পরও আরও মানুষকে অন্তর্ভুক্ত করা হবে এবং তৈরি হবে চূড়ান্ত তালিকা।
কী করে জানবেন ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন-এ আপনার নাম নথিভুক্ত হয়েছে কি না! অসম সরকারের তরফের কয়েকটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই তথ্য। আপনিও যাচাই করে নিতে পারেন ওই ওয়েবসাইট থেকে।
www.nrcaassam.nic.in / www.assam.mygov.in / www.homeandpolitical.assam.gov.in
এই ওয়েবসাইটে মিলবে এনআরসি-র দেওয়া তথ্য।
এই ওয়েবসাইটে ক্লিক করে এআরএন নম্বর (অ্যাপ্লিকেশন রিসিপ্ট নম্বর) এবং ক্যাপচা কোড ফিলআপ করলেই দেখতে পাবেন আপনার নাগরিকত্ব সংক্রান্ত তথ্য রয়েছে কি না!
এ ছাড়াও এসএমএস করেও জানতে পারেন নাগরিকত্বের তথ্য। এসএমএস পাঠাতে পারেন 7899405444 /7026321133/ 7026861122/ 9765556555- নম্বরে
ARN স্পেস দিয়ে এআরএন নম্বর লিখুন তারপর উপরোক্ত নম্বরে পাঠিয়ে দিন। দুপুর ১২ টার পর থেকে মোবাইলের মাধ্যমে জানা যাবে।
এ ছাড়া রয়েছে কয়েকটি হেল্প লাইন। সেগুলি হল- 15071 (রাজ্যের ভিতর) এবং 18003453762 (রাজ্যের বাইরে)। এনআরসি কেন্দ্রেও মিলবে নাগরিক পঞ্জি-র তথ্য।