Eliminate Darkness Diwali: ছোটদের মনের আধাঁর দূর করতে, মেনে চলুন এই কয়েকটি বিষয়
নিজস্ব প্রতিবেদন: ছোটদের মনের আধাঁর দূর করতে তাদের প্রতি যত্নবান হন।
বাড়ির ছোটদেরকে শেখান যাতে তারা পরিবেশ দূষণ না করে, তাদের মধ্যে এই বোধ তৈরি করুন।
আত্মীয় পরিজন ও বন্ধুদেরকে দীপাবলির উপহার আপনার বাচ্চাদের হাত দিয়ে দিন, তাতে ছোটদের মধ্যে জিনিস ভাগ করার মানসিকতা তৈরি হবে।
সকলের সমান অধিকার আছে এমন বোধ যেন বাচ্চার মধ্যে তৈরি হয়।
আনন্দ উৎসবে রামায়নের গল্প বা এমন কোনও পৌরাণিক গল্প শোনান যার ফলে তাদোর মধ্যে ভাল ও মন্দের ফারাক তৈরি হয়।