Telecom Tariff: ট্যারিফ বাড়াচ্ছে এয়ারটেল-জিয়ো, কীভাবে বাঁচাবেন মোবাইল খরচা? রইল ছোট্ট `ট্রিকস`...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোবাইল ট্যারিফ বাড়াচ্ছে রিলায়েন্স জিয়ো, এয়ারটেল। ফলে বাড়তে চলেছে আপনার মোবাইলের খরচ।
এখন একটা ছোট্ট 'ট্রিকস' নিলেই আপনি এই বাড়তি মোবাইল বিলের খরচের হাত থেকে বাঁচতে পারেন।
কী সেই 'ট্রিকস'? পোশাকি ভাবে বললে বলা যায়, '৪ ডে ট্রিকস'!
আসলে জিয়ো, এয়ারটেল তাদের নতুন ট্যারিফ প্ল্যান আনছে ৩ জুলাই থেকে। ফলে এখনও হাতে আছে ৪ দিন।
আপনি যদি এরমধ্যে রিচার্জ করে নেন, তবে আপনি পুরনো মূল্যেই রিচার্জ করতে পারবেন।
সেক্ষেত্রে ওই প্ল্যানটির দাম যদি পরে বাড়ানোও হয় বা বাতিলও করে দেওয়া হয়। তা-ও ওই প্ল্যানটি কার্যকর থাকবে আগের মূল্যেই।