ভারতের সঙ্গে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধশালী করে তুলতে চাই, নমোকে বার্তা ট্রাম্পের
হিউস্টনে হাউডি মোদী-র মঞ্চে অনাবাসী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের বিপুল সাড়ার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে অকুন্ঠ প্রশংসা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দর্শকে ভরা এনআরজি স্টেডিয়ামে তাঁর বক্তব্যে সাফ জানান, আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে হিউস্টনে পেয়ে আমি অভিভুত। জেনে নিন তাঁর বক্তৃতায় কী বললেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দু’দেশই বুঝতে পারছে আমাদের দেশ, আমাদের সীমান্তকে নিরাপদ রাখতে হবে। দুনিয়া থেকে ইসলামি কট্টরপন্থকে উপড়ে ফেলতে দু’দেশই প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মূল্যবোধকে আরও উন্নত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে ভারতীয়দের পেয়ে আমরা গর্বিত।
প্রধানমন্ত্রী মোদীর সংস্কার কর্মসূচির ফলে সেদেশের ৩০ কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন।
ভারতের ৬০ কোটি মানুষ বিপুলভাবে মোদীকে নির্বাচিত করেছেন। বিশাল সাফল্য এটি।
প্রধানমন্ত্রী মোদী, আপনার সঙ্গে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধশালী করে তুলতে চাই।