ছবি: শব্দ-আলোর ঝরনায় হাওড়া ব্রিজ সেজে কোভিড-যোদ্ধাদের সম্মান
নিজস্ব প্রতিবেদন: আলোরধারায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ।
কোভিড-যোদ্ধাদের সম্মান জানাতে রাতের আঁধারে আলো ঝলমলে হয়ে উঠেছে। তার সঙ্গে ছিল শব্দ।
আজ আন্তর্জাতিক আলোক দিবস, International Day of Light। বিশ্বজুড়ে দিনটি সেলিব্রেট করে ইউনেস্কো।
এমন দিনেই করোনার চিকিত্সায় স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাল কলকাতা বন্দর কর্তৃপক্ষ।
গত জানুয়ারিতে নতুন শব্দ-আলোর যান্ত্রিক ব্যবস্থার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।