শামিয়ানা পাচ্ছে হাওড়া ব্রিজের ফুটপাথ

Tue, 14 Aug 2018-1:46 pm,

প্রখর রৌদ্রে মাথার ওপর ছাতা আর বৃষ্টিতে রেনকোট, এবার দুই-ই পেতে চলেছে হাওড়া ব্রিজের ফুটপাথ।

কলকাতা পোর্ট ট্রাস্টের উদ্যোগে শামিয়ানা বসতে চলেছে হাওড়া ব্রিজের ফুটপাথের ওপর।

প্রতিদিন প্রায় ২ লাখ পথচারী হাওড়া তথা রবীন্দ্র সেতু ব্যবহার করেন। গ্রীষ্ম কিংবা বর্ষা, এবার ওই পথে তাঁদের আর কোনও রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ, খুব শীঘ্রই হাওড়া ব্রিজের দুই ফুটপাথেই বসতে চলেছে ওভারহেড।

প্রসঙ্গত, ১৯৪৩ সালে এই ব্রিজ তৈরি করেছিল তত্কালীন ব্রিটিশ সরকার। মূলত কলকাতার সঙ্গে হাওড়ার যোগাযোগের জন্যই এই ব্রিজ নির্মাণ করা হয়। 

চলতি বছরে হীরক জয়ন্তী বর্ষে পড়েছে হাওড়া ব্রিজ। আর এবছরই কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার হাওড়া ব্রিজের জোড়া ফুটপাথে ওভারহেড বসানোর কথা জানান।

বিনীত কুমার জানিয়েছেন, “আমরা আইআইটি মাদ্রাজ-কে একটি শামিয়ানার নকশা তৈরি করতে বলেছি। এই শামিয়ানা একদিকে যেমন গরমকালে পথচারীদের প্রখর সূর্যকিরণ থেকে রক্ষা করবে তেমনই সেটা হবে শক্তপোক্তও, যা বাতাসের দুরন্ত গতিকেও পরাস্ত করতে পারবে। এবং অবশ্যই এই শামিয়ানা হবে হাওড়া ব্রিজের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ”। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link