মাসান স্টারের ৩৩-এ পা, Hows the josh Vicky?

Sun, 16 May 2021-5:57 pm,

নিজস্ব প্রতিবেদন: মাসান স্টারের জন্মদিন। ৩৩ এ পা দিলেন বলিউডের মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর। টল ডার্ক হ্যান্ডসাম বলতে যা বোঝায় তার যোগ্য উদাহরণ তিনি। প্রচুর নারীদের ক্রাশ। জন্মদিনে তাঁর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শুভেচ্ছায়।

ভিকির জন্মদিনে কেক কাটার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তাঁর ভাই সানি কৌশল। এর পাশাপাশি ছোট্ট ভিকির ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

তাঁর বাবা ছিলন অ্যাকশন ডিরেক্টর, তা থেকেই ছবির প্রতি ঝোঁক। ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকার পরও তিনি ইন্ডাস্ট্রিতে ছবি বানানোর কাজে যুক্ত হন।

ইন্ডাস্ট্রিতে পা রাখেন অনুরাগ কাশ্যপের সহকারি পরিচালক হিসাবে। 'গ্যাঙ্গস অফ ওয়াসিপুর' ছবিতে সহকারি পরিচালক হিসেবে কাজ করার পর তিনি 'মাসান' ছবির অফার পান। বলিউড পায় এক প্রতিভাবান তরুণ অভিনতাকে।

এরপর 'রাজি' ছবিতে একদম অন্যরকম চরিত্রে পাওয়া যা তাঁকে। যেখানে খুব কম দৃশ্যে অভিনয় করলেও বাজিমাত করেন ভিকি। চারিদিক থেকে প্রশংসায় ভরে যায় তাঁঁর ঝুলি। ছোট ছোট সাপোর্টিং রোলেও ছাপ ফেলতে থাকেন নায়ক। কাস্টিং ডিরেক্টরদের পছন্দের খাতার প্রথম সারিতেই নাম লেখান ভিকি।

সঞ্জয় দত্তর বায়োপিক 'Sanju'-তে সঞ্জয়ের প্রিয়বন্ধু কমলির ভূমিকায় অভিনেতা হিসেবে জাত চিনিয়ে দেন ভিকি। আসলে তিনি কত বড় অভিনেতা তা প্রমাণিত হয় যখন যখন সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিনশেয়ারের করেন তিনি। তাঁর ডেট পাওয়ার জন্য অপেক্ষা শুরু করেন পরিচালকেরাও।

'উরি' ছবির মাধ্যমে ঝুলিতে ওঠে জাতীয় পুরস্কার। সেরা অভিনেতার শিরোপা পেয়ে ভিকি তখন ক্লাউড নাইনে। এরপরই কানাঘুষো শোনা যায় বলিউডের বার্বি ডলের প্রেমে পড়েছেন তিনি। ডেটও করছেন ক্যাটরিনাকে।

শুধু ছবিই নয়, ওয়েব সিরিজ দুনিয়াতেও তাঁর চাহিদা তুঙ্গে। 'লভ পার স্কোয়ার ফুট' , 'লাস্ট স্টোরিজ' একের পর এক ছোট ছবিও জনপ্রিয় হতে থাকে দর্শক মহলে। নেক্সট ডোর বয়ের মত করেই সকলের প্রিয় অভিনেতার তালিকায় নাম লেখান নায়ক।

তাঁর অভিব্যাক্তিতে মজে তরুণীরা। কিছুদিন আগে করোনা আক্রান্ত হন ভিকি। হোম আইসোলেশনে ছিলেন তিনি। এরপরই আক্রান্ত হন তাঁর রিউমার্ড গার্লফ্রেন্ড ক্যাটরিনা কাইফও (Katrina Kaif)।

'ভূত, দ্য হনটেড শিপ' ছবির পর 'সর্দার উধম সিং' ছবির শুটিং শেষ করেছেন। করোনার জন্য পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। ভিকি অভিনীত 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ছবির পোস্ট প্রোডাকশন চলছে। সূত্রের খবর অনুযায়ী 'মিস্টার লেলে' ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ভিকিকে। বার্থ ডে বয়ের জন্য আজ এ প্রশ্ন রাখাই যায়, ভিকি (Vicky Kaushal) 'Hows the josh?'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link