সাতসকালেই জনারণ্য ব্রিগেড, ভিড় সামলাতে স্পেশাল বাউন্সার
ঐক্যবদ্ধ ভারত গঠনের লক্ষ্যে তৃণমূলের ব্রিগেড। সকাল থেকে জনারণ্য সভাস্থল।
ভিড় সামলাতে নিয়োগ করা হয়েছে স্পেশাল বাউন্সার। তাছাড়া পুলিসের তরফে মাইকিং করা হচ্ছে।
হাওড়া, শিয়ালদহতেও সকাল থেকে ব্যাপক ভিড়। সকলেরই গন্তব্য ব্রিগেড।
ভোরের আলো ফোটার আগেই সেন্ট্রাল পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ থেকে তৃণমূল সমর্থকরা রওনা দেন ব্রিগেডের উদ্দেশে।