Jaipur Fire: বীভত্‍স! পেট্রোল পাম্পের ভয়ংকর আগুনে জ্যান্ত পুড়ল ৯, বাড়ছে মৃত্যু...

Fri, 20 Dec 2024-4:54 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সাতসকালে রাজস্থানের জয়পুরে ভয়ংকর অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, পেট্রোল পাম্পের কাছে এলপিজি ট্রাক এবং রাসায়নিক বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। 

তারপরেই বীভত্‍স অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে পেট্রোল পাম্পে। ইতোমধ্যে জানা গিয়েছে এখনও পর্যন্ত দুর্ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এবং মোট ৪৫ জন অগ্নিদগ্ধ হয়েছে। প্রায় ১০-১২ জন আইসিইউতে চিকিৎসাধীন, তাদের প্রায় ৬০ শতাংশ দেহ পুড়ে গেছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটে, ভোর ৫.৩০ টার দিকে। জানা গিয়েছে, আজমের রোডে একটি পেট্রোল পাম্পের কাছে তরল রাসায়নিক বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার অন্য কয়েকটি ট্রাক ও গাড়িতে ধাক্কা মারে। তারপরে রাসায়নিক বোঝাই ট্রাকটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা এলপিজি বোঝাই ট্রাকেও ধাক্কা মারে। সেখান থেকেই ভয়ংকর অগ্নিকাণ্ড।

পেট্রোল পাম্পে পার্ক করা বেশ কয়েকটি গাড়িও আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে প্রায় ২০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সাওয়াই মান সিং হাসপাতালে যান এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। 

আগুন লেগে পরপর একাধিক ট্রাক জ্বলে গিয়েছে। ঠিক কতগুলো ট্রাক, তা এখনও নিশ্চিত নয়। আগুনে আহতদের অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link