Cyclone Yaas: দিঘায় বিরাট জলোচ্ছ্বাস, দেখুন সেই ভয়ঙ্কর পরিস্থিতির ছবি
নিজস্ব প্রতিবেদন: আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ডফল ইয়াসের। ইতিমধ্যে উত্তাল সমুদ্র। গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছে ZEE 24 Ghanta। ভরাকোটাল সঙ্গে ঘূর্ণিঝড়, ইয়াসের আগেই তাণ্ডব দেখাতে শুরু করেছে দিঘার সমুদ্র।
বিরাট বিরাট ঢেউ আছড়ে পড়ছে। জল ঢুকে গিয়েছে এলাকায়। গর্জন করছে সমুদ্র।
জানা যাচ্ছে দিঘা থেকে প্রায় ৭৫ কিলোমিটারের বেশি দূরেই রয়েছে ইয়াস। ধামড়া থেকে ৩৫ কিলোমিটার বেশি দূরে।
তৎপর রয়েছে প্রশাসন। প্রস্তত রয়েছে সেনা। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫৫ থেকে ১৮৫ কিলোমিটার।
ঝোড়ো হাওয়ায় সেখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বলে জানিয়েছেন Zee 24 Ghanta -র প্রতিনিধি। ল্যান্ডফলের আগেই এই পরিস্থিতি। আছড়ে পড়ার পরই বাড়বে গতিবেগ।