Kolkata Tide: ফের বিপর্যয়! পাহাড়প্রমাণ ঢেউয়ের তোড়ে ভেসে যাবে কল্লোলিনী কলকাতা?

Soumitra Sen Tue, 20 Aug 2024-3:44 pm,

আজ ২০ অগস্ট মঙ্গলবার বেলা ১টা ৫৭ মিনিটে গঙ্গার জলস্তর হবে ৬.০৭ মিটার বা ১৯.৯২ ফুট!  

এ কারণে আজ, গঙ্গার ধারের লকগেটগুলি বেলা ১২ টা থেকে বন্ধই রয়েছে। দুপুর 4 টে পর্যন্ত বন্ধ থাকবে।

লকগেটগুলি বেলা বন্ধ থাকবে বিকেল ৪ টে পর্যন্ত!

আগে যখন বানের খবর জেনে লোকে গঙ্গার ঘাটে ভিড় জমাত, তখন অনেক সময়ই ছোটখাটো কিছু বিপদও ঘটে যেত।

তবে ইদানীং প্রশাসন এসব নিয়ে খুবই সতর্ক থাকে। বানের খবর এলেই তারা আগে থেকে প্রচার করে। এবং গঙ্গার ঘাটে ভিড় জমলে  তারা যথাবিহিত সাবধানতা অবলম্বন করে। 

শুধু যে দুপুর-বিকেলেই বান উঠছে তা নয়, আজ সকালেও বানের পূর্বাভাস ছিল। সকাল ৯.০৩ মিনিটে প্রায় ৮ ফুট ঢেউ উঠেছিল। আবার দুপুর-বিকেলের পরেও রয়েছে বানের আতঙ্ক। রাত সাড়ে নটাতেও উঠবে ৭ ফুটের চেয়ে বেশি ঢেউ।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link