ইডেনে ফিরে এল হিউজের স্মৃতি! অনুশীলনে মাথায় গুরুতর চোট পেলেন অশোক দিন্দা
# সপ্তাহের শুরুর দিনেই বাংলা শিবিরে চোট আতঙ্ক।
# ইডেনে বাংলার অনুশীলনে মাথায় চোট পান অশোক দিন্দা।
# নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে বিবেক সিংয়ের শট দিন্দার মাথায় লাগে। সঙ্গে সঙ্গেই পিচের মধ্যে লুটিয়ে পড়েন।
# মাটিতে কিছুক্ষণ শুয়ে থাকার পর আবার রান আপ নিয়ে হাত ঘোরাতে থাকেন। কিন্তু কিছুক্ষণ পর আসুস্থ বোধ করায় ড্রেসিংরুমে ফিরে যান দিন্দা।
# সঙ্গে সঙ্গে ফিজিওকে নিয়ে হাসপাতালে সিটি স্ক্যান করাতে ছোটেন দিন্দা। রিপোর্টে অবশ্য কিছু পাওয়া যায়নি।
# দুপুরে সুস্থ অবস্থায় ইডেনে ফিরে এসে সতীর্থদের সঙ্গে দেখা করে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরে যান।