গর্জে উঠলেন পূজা, CAA, NRC-কে সমর্থন করি না, বিস্ফোরক আলিয়ার দিদি
CAA, NRC-র বিরোধিতায় গর্জে উঠলেন পূজা ভাট। CAA, NRC-কে কোনওভাবেই সমর্থন করেন না বলে স্পষ্ট জানান বলিউড অভিনেত্রী পূজা ভাট
দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হন মহেশ ভাটের মেয়ে পূজদা ভাট। সেখানেই তিনি CAA, NRC-র বিরুদ্ধে মুখ খোলেন। পূজা বলেন, চুপ করে বসে থাকার সময় আর নেই। চুপ করে বসে থাকলে, এখন আর কেউ বাঁচাতে পারবে না। লখনউ এবং শাহিনবাগে যে মহিলারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন, তাঁদের সঙ্গে এবার একযোগে সুর চড়ানোর সময় এসেছে বলেও মন্তব্য করেন পূজা
দেশের প্রতিটি সাধারণ মানুষের পাশাপাশি ছাত্র ছাত্রীরাও এবার থেকে নিজেদের মত প্রকাশ করুন। গলার স্বর উঁচু করে বিরোধিতা করতে শুরু করুন বলেও মন্তব্য করতে শোনা যায় আলিয়া ভাটের দিদিকে
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে যেভাবে সুর চড়ানো হচ্ছে, এবার সাধারণ মানুষের সেই বিক্ষোভের সুর নেতারা শুনুন। সাধারণ মানুষও স্পষ্টভাবে তাঁদের মত আরও প্রকাশ করুন বলেও মন্তব্য করেন পূজা
পাশাপাশি পূজা ভাট আরও বলেন, CAA, NRC-কে কোনওভাবেই সমর্থন করেন না তিনি কারণ এই আইন তাঁর নিজের বাড়িকে ভাগ করে দেয়। প্রসঙ্গত, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগেই সোনি রাজদানকে বিয়ে করেন মহেশ ভাট। সোনি এবং তিনি ধর্মান্তিরত হয়েই একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। সোনি রাজদানের সঙ্গে বিয়ের পর জন্ম হয় শাহিন ভাটের। শোনা যায়, মায়ের মতো শাহিনও মুসলিম ধর্ম অনুসরণ করেন।