Delhi Metro Viral Girl: `পাত্তা দিই না, আমি কী পরব আমার স্বাধীনতা`, দিল্লি মেট্রোকে মুখের উপর জবাব বিকিনি গার্লের!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উরফি জাভেদের মত খুল্লামখুল্লা পোশাক পরে দিল্লি মেট্রোয়। তরুণীর এহেন ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। গণপরিবহনে এধরনের পোশাক পরে ওঠা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। যারপরই দিল্লি মেট্রোর তরফে বিবৃতি দিয়ে বলা হয়, যাত্রীরা এধরনের পোশাক পরতে পারেন না। এমনকি সামাজিক ভদ্রতা মেনে চলার কথাও বলা হয় দিল্লি মেট্রোর তরফে। আর তারপরই রিদম চানানা নামে ওই তরুণীর সাফ বক্তব্য, 'আই ডোন্ট কেয়ার... আমি পাত্তা দিই না।'
ঘটনাটি ঠিক কী? বিকিনি পরে মেট্রোয় সওয়ারি হন রিদম চানানা নামে ওই তরুণী। ব্লালেট টপ আর মিনি স্কার্ট পরিহিতা ওই তরুণীর দিক থেকে চোখ ফেরাতে পারেননি বাকি যাত্রীরা। জনৈক যাত্রী তাঁর ভিডিয়ো করেন। তারপর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন।
যারপরই দিল্লি মেট্রোর তরফে যাত্রীদের পোশাক নিয়ে নির্দেশিকা জারি করা হয়। যেখানে বলা হয়, যাত্রীদের এমন কোনও পোশাক-ই পরা উচিত নয় যা সহযাত্রীদের চোখে দৃষ্টিকটু। DMRC আশা করে সমাজের চোখে যা গ্রহণীয়, সেই সকল সামাজিক ভদ্রতা ও বিধিনিষেধ সকল যাত্রী মেনে চলবে। কারণ, ভারতীয় সংবিধানের ৫৯ নাম্বার ধারা অনুযায়ী অশালীনতা একটি শাস্তিযোগ্য অপরাধ।
যার জবাবেই রিদম চানানার স্পষ্ট জবাব, মানুষ কী বলল, তা তিনি পাত্তা দেন না। আর তিনি মোটেও উরফি জাভেদকে দেখে অনুপ্রাণিত নন। না তো বিখ্যাত হওয়ার জন্য এটা তাঁর কোনও পাবলিসিটি স্টান্ট। চানানার বক্তব্য, 'আমি কী পরব, সেটা আমার ব্যক্তি স্বাধীনতা। আমি বহু মাস ধরেই এধরনের পোশাক পরেই যাতায়াত করছি। এখন-ই এটা ভাইরাল হয়েছে।'
পাশাপাশি, তিনি প্রশ্ন তুলেছেন দিল্লি মেট্রো কর্তৃপক্ষের কাছেও। চানানার কথায়, 'এটা খুবই অদ্ভূত যে DMRC এখন নিজের নিয়মই ভুলে গিয়েছে, যে মেট্রোর ভিতর কোনও ভিডিয়োগ্রাফি করা যায় না। যদি তাদের আমার পোশাকে কোনও আপত্তি থেকে থাকে তো তাদের বিষয়েও আপত্তি থাকা উচিত, যারা আমার ভিডিয়ো করেছে।'